মেয়র আইভীর বাসায় গিয়ে সমবেদনা জানালেন এমপি সেলিম ওসমান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০১:৩৯ পিএম, ২৬ জানুয়ারী,সোমবার,২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মায়ের মৃত্যুতে তার বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
এসময় মেয়র আইভী তার মায়ের জন্য দোয়া কামনা করেন। এমপি সেলিম ওসমান মেয়র আইভীর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেন এবং তার মাথায় হাত দিয়ে দোয়া করেন।
রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় এমপি সেলিম ওসমান দেওভোগে মেয়র আইভীর বাস ভবনে গিয়ে তার সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল।
এর আগে রোববার বাদ এশা মেয়র আইভীর বাসভবনের অদূরে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদে মরহুমার জানাজায় অংশ নেন সেলিম ওসমান। জানাজা শেষে মাসদাইর পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মেয়র আইভীর মা মমতাজ বেগম (৭০) আজ বিকেল পৌনে ৫টায় শহরের দেওভোগের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে আপনাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান
একটি দল শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে: তারেক রহমান
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
আঙুল উঁচিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা





