ভিপি নুরকে একে একে ছেড়ে চলে যাচ্ছে নিজ সংগঠনের কেন্দ্রীয় নেতারা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০২:৪১ এএম, ২৮ জানুয়ারী,
বুধবার,২০২৬
গতকাল রাত থেকে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের মধ্যে চলছে প্রেস রিলিজ-প্রেস রিলিজ খেলা। রাত ১১টার দিকে সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর নিজেকে ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদের ‘সমন্বয়ক’ দাবি করে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রেস রিলিজ দেয়।
এদিকে রাত ৩টার দিকে সংগঠনটির বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন পাল্টা প্রেস রিলিজ দিয়ে নুরুল হক নুরের কাজকে অসাংগঠনিক ঘোষণা করেন এবং সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেন। তার দুই মিনিট পরই নতুন প্রেস রিলিজে নুরুল হক নুর ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন ও যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেনকে বহিস্কার করেন।
এছাড়াও তিনি কমিটি ভেঙ্গে “ডিসিপ্লিনারি বোর্ড” নামে একটি কমিটি গঠন করেন। সেই কমিটির ১৮ নং সদস্য নুরুল ইসলাম সোয়াইবি নাম্নী একজন। তবে ছাত্র অধিকার পরিষদের একাধিক সূত্র বলছে, তার পুরো নাম “মুফতি নুরুল ইসলাম সোয়াইবি।” প্রেস রিলিজেও সেটা লেখা হয়েছিল, কিন্তু পরে নামের শুরুতে মুফতি শব্দটি কেটে দেয়া হয়।
এদিকে নুরের গঠন করা ডিসিপ্লিনারি বোর্ড থেকে পদত্যাগ করেছেন বোর্ডের ২নং সদস্য ও আরেক যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান। তিনি লিখেছেন – ‘কারো অগণতান্ত্রিক সিদ্ধান্তে গঠন করা কমিটিতে আমি থাকতে ইচ্ছুক নই।’ আবার গুঞ্জন উঠেছে যে, আরেক যুগ্ম-আহ্বায়ক ও অন্যতম সংগঠক ফারুক হাসানও নুরের করা ডিসিপ্লিনারি বোর্ড থেকে নিজের নাম সরাচ্ছেন। গত বেশ কয়েকদিন থেকে সংগঠনটির নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ, পাল্টাপাল্টি দোষারুপ প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে আপনাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান
একটি দল শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে: তারেক রহমান
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
আঙুল উঁচিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা





