অর্থমন্ত্রী কি আমাদের সাথে তামাশা করেন: প্রশ্ন রুমিন ফারহানার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৩৭ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
অর্থমন্ত্রী কি আমাদের সাথে তামাশা করেন? বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের এক টকশো অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির এই সংসদ সদস্য।
তিনি বলেন, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর তথ্য মতে গত ৫ বছরে বাংলাদেশ থেকে ১ হাজার ২৪টি ঘটনার প্রমাণ তারা পেয়েছে। যেখানে টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই ১ হাজার ২৪টি ঘটনার প্রমাণ তারা দুদককে দিয়েছে, সিআইডি কে দিয়েছে, বাংলাদেশ পুলিশকে দিয়েছে। আপনাদের সবার কাছে ১ হাজার ২৪টি ঘটনার সমস্ত তথ্য প্রমান রয়েছে। অর্থমন্ত্রী কি আমাদের সাথে তামাশা করেন? যদি ওনার ইচ্ছে থাকত তাহলে তিনি প্রতিটি প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করতে পারতেন।’
পরে তিনি বলেন, ‘হতে পারে দুটি কারণে তিনি তথ্য সংগ্রহ এড়িয়ে যেতে চান, প্রথমটি তার অযোগ্যতা এবং অসততা, আর দ্বিতীয়টি হতে পারে ওনার দলের ভিতরের এমন কোনো রাঘব বোয়ালদের নাম উঠে আসতে পারে, যেটা উঠে আসলে পরে তার দলের মধ্যে টিকে থাকা কঠিন হয়ে যাবে।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘আচ্ছা আমরা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর কথা বাদ দেই, আমরা যদি একটু সংসদের দিকে তাকাই পাপুলের কথা নিশ্চয়ই আমাদের সকলের মনে আছে। যিনি অর্ধ শত কোটি টাকা ব্যয় করে সংসদে সতন্ত্র আসন নিয়ে বসেছেন এবং তার স্ত্রীকে সংসদ সদস্য বানিয়েছেন। সেখানে জাতীয় পার্টির একজন মেম্বার প্রার্থীকে কিভাবে বসিয়ে দিয়ে এইচটি ইমাম সাহেবের সরাসরি চিঠির মধ্য দিয়ে সেখানে লোকাল আওয়ামী লীগের নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার জন্য বলা হয়েছে। এখতা গণমাধ্যমের কল্যাণে আমরা সকলেই জানি। সেই পাপুল সাহেবের এ্যাকাউন্টে তো ১৪ ‘শ কোটি টাকা পাচারের কথা তো সকলেই জানে।’
তিনি বলেন, বাংলাদেশ নয়, কুয়েতের আদালত তাকে নৈতিক স্খলনের দায়ে সাজা দিয়েছে। সেই সাজার পেক্ষিতে তার সংসদের মেম্বারশীপও চলে গেছে। পাপুল সাহের টাকা পাচারের বিষয়ে অর্থমন্ত্রী কিছু জানেন না? তিনি কি ঘুমিয়ে ছিলেন?’
বিএনপির এই সাংসদ বলেন, ‘কিছুদিন পূর্বে নটোটের এমপি শিমুলের স্ত্রী জান্নাতির ১২ কোটি টাকার বিশাল বাড়ি আমরা কানাডায় দেখেছি। উনি একজন হাউজ ওয়াইফ, বাংলাদেশ থেকে পাখা মেলে টাকাটা গেলো কি ভাবে কানাডায় এটা অর্থমন্ত্রী চোখে দেখেন না?