অসুস্থ রিজভীর শয্যাপাশে মাহমুদুর রহমান মান্না
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:১৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে তার বাসায় যান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ বৃহস্পতিবার (২৭ মে) সকালে রাজধানীর আদাবরে রিজভীর বাসায় যান তিনি। রুহুল কবির রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার জানান, বৃহস্পতিবার সকালে রিজভীকে দেখতে যান ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি রুহুল কবির রিজভীর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় তিনি রিজভীর আরোগ্য কামনা করেন। এসময় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ উপস্থিত ছিলেন।