হেফাজতের সঙ্গে বিএনপির কোনো সর্ম্পক নেই: মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:১২ পিএম, ৩ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৫:৫২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, দেশের নাগরিক হিসেবে হেফাজতে নেতাকর্মীদের গণতান্ত্রিক অধিকারে সরকারের দমন-পীড়নের সমালোচনা করেছে দলটি।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, সারা দেশে বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানান মির্জা ফখরুল।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘হেফাজতের এই কর্মসূচিগুলোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সরকার যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার প্রতিবাদ আমরা করেছি। সভা সমাবেশ করা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার।’
তিনি আরও বলেন, ‘এই সরকার তাদের ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে সভা সমাবেশ নিষিদ্ধ এবং হত্যা, মামলাসহ দমন নিপীড়ন চালিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।’