রিজভীর অবস্থার অবনতি, অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:১৫ পিএম, ১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:০০ এএম, ২৮ জানুয়ারী,
বুধবার,২০২৬
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার তৃতীয়বার করোনা পরীক্ষা করা হলে রিজভীর রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো ছিল। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে রিজভীর জন্য দলীয় সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তুষার। বুধবার (৩১ মার্চ) সকালে তার ডায়াবেটিস একেবারে কমে গিয়ে হাইপো হয়ে গিয়েছিল। সাথে সাথে চিকিৎসকরা ব্যবস্থা নেওয়ায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত রিজভীকে হাসপাতালে থাকতে হবে। তার ফুসফুস এবং হার্টের অবস্থা ভালো আছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ রিজভীর করোনা পজেটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের কভিড ইউনিটের ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে আপনাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান
একটি দল শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে: তারেক রহমান
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
আঙুল উঁচিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা





