গাড়ি পোড়ানোর নির্দেশের অভিযোগে গ্রেপ্তার নিপুন রায়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৪ পিএম, ২৯ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫৭ পিএম, ২২ অক্টোবর,
বুধবার,২০২৫
হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগ করার নির্দেশদাতা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার বিকেলে রাজধানীর রায়েরবাজারের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে বিষয়টি প্রতিনিধিকে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
আশিক বিল্লাহ বলেন, ‘রোববার বিকেলে রায়েরবাজারের বাসা থেকে নিপুন রায়কে গ্রেপ্তার করা হয়। প্রথমে আমরা নিপুনের সহযোগী আরমানকে গ্রেপ্তার করি। তারপর আরমানের দেওয়া তথ্য অনুযায়ী নিপুন রায়কে গ্রেপ্তার করি।’
আশিক বিল্লাহ আরও বলেন, ‘নিপুন রায় আরমানসহ কয়েকজনকে গাড়ি পোড়াতে নির্দেশ দিয়েছিলেন। আমাদের গোয়েন্দা সূত্রে সেই তথ্য জানতে পারি। নির্দেশ প্রতিপালন করার পর গাড়ি পোড়ানোর ছবিও নিপুন রায়কে পাঠাতে বলেছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমরা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের তোপের মুখে ডা. সাবরিনা
অক্টোবরেই নির্বাচনের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চায় বিএনপি





