গাড়ি পোড়ানোর নির্দেশের অভিযোগে গ্রেপ্তার নিপুন রায়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৪ পিএম, ২৯ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ১২:৪৪ পিএম, ২৮ জানুয়ারী,
বুধবার,২০২৬
হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগ করার নির্দেশদাতা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার বিকেলে রাজধানীর রায়েরবাজারের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে বিষয়টি প্রতিনিধিকে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
আশিক বিল্লাহ বলেন, ‘রোববার বিকেলে রায়েরবাজারের বাসা থেকে নিপুন রায়কে গ্রেপ্তার করা হয়। প্রথমে আমরা নিপুনের সহযোগী আরমানকে গ্রেপ্তার করি। তারপর আরমানের দেওয়া তথ্য অনুযায়ী নিপুন রায়কে গ্রেপ্তার করি।’
আশিক বিল্লাহ আরও বলেন, ‘নিপুন রায় আরমানসহ কয়েকজনকে গাড়ি পোড়াতে নির্দেশ দিয়েছিলেন। আমাদের গোয়েন্দা সূত্রে সেই তথ্য জানতে পারি। নির্দেশ প্রতিপালন করার পর গাড়ি পোড়ানোর ছবিও নিপুন রায়কে পাঠাতে বলেছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমরা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে আপনাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান
একটি দল শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে: তারেক রহমান
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
আঙুল উঁচিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা





