avertisements 2

আ.লীগ নেতার মনোনয়ন চেয়ে বিএনপি নেতার বিলবোর্ড

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১৭ পিএম, ১১ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:২১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

স্বাধীনতা দিবস ও ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৯নং বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি রেজাউল করিম বাবলুর পক্ষে বিলবোর্ড টাঙিয়েছেন একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, যদিও তিনি বিলবোর্ডে ব্যবসায়িক পরিচয় দিয়েছেন!

বিএনপি নেতার ব্যবসায়িক পরিচয় দিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি রেজাউল করিম বাবলু’র চেয়ারম্যান মনোনয়ন চেয়ে বিলবোর্ড টাঙানোর এমন কর্মকান্ডে সারা উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। একাধিক দলের রাজনৈতিক নেতাদের মধ্যেও দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।

মো. জাকির হোসেন বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইলবাড়ি ৭নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন, বহুরিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী।

বিএনপি নেতা মো. জাকির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, একই গ্রামের বাসিন্দা হিসেবে আমি স্বাধীনতা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাবলু’র পক্ষে বিলবোর্ড টাঙিয়েছি। তিনি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন।

জানতে চাইলে বলেন, বিএনপির কোনো পদে নেই কিন্তু তার বিএনপির দলীয় পদ থাকা স্বত্ত্বেও দল থেকে পদত্যাগও করেননি। বিএনপির কোনো কার্যক্রমের সাথে তিনি বর্তমানে জড়িত না বলে দাবি করেন।

রেজাউল করিম বাবলু’র সাথে কথা হলে তিনি বলেন, আমি কিছু জানিনা এবং বিলবোর্ডটিও দেখিনি।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, যদি কোনো বিএনপি নেতা আওয়ামী লীগ নেতার মনোনয়ন চেয়ে বিলবোর্ড দিয়ে থাকে খোঁজ নিয়ে ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত বহুরিয়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মিয়ার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত করে পরাজিত হন রেজাউল করিম বাবলু।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2