avertisements 2

'যারা টাকা, হাদিয়া নিয়ে ওয়াজ করেন, তারা কি ইসলামের বন্ধু?' হুইপ স্বপনের প্রশ্ন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৮ পিএম, ২৫ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৪:২০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, 'আমরা মানুষের দান ও যাকাতের টাকায় হেলিকপ্টার ভাড়া করে ওয়াজ করতে যাই না। মহানবী হযরত মোহাম্মদ (স.) কখনও হেলিকপ্টারে করে ইসলাম প্রচার করেননি। কখনও টাকার বিনিময়ে হাদিয়া নিয়ে তিনি ইসলাম প্রচার করতে যাননি। কখনও সুস্বাদু খাবার গ্রহণ করে দ্বীনে ইসলামের কথা মাইকে প্রচার করতে যাননি। যারা টাকা নিয়ে, হাদিয়া নিয়ে ওয়াজ করেন, তারা কি ইসলামের বন্ধু? নাকি যারা প্রকৃত ঈমানদার, নামাজি এবং পরহেজগার মানুষ তারা ইসলামের বন্ধু?' 

বুধবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, প্রাচীনকালে শুনেছি ইংরেজি শিক্ষা গ্রহণ করা যাবে না। ইংরেজি হচ্ছে, খৃষ্টান ও ইহুদিদের ভাষা। ইংরেজি শিক্ষা গ্রহণ করলে মুসলমানিত্ব চলে যাবে। এরপর শুনেছি, শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না। শহীদ মিনারে ফুল দিলে শিরক হবে। ধোপে টিকেনি। নৌকায় ভোট দেওয়া যাবে না। নৌকায় ভোট দিলে বেহেশত হারাম হয়ে যাবে। বিবি তালাক হয়ে যাবে। তাও ধোপে টিকেনি। এখন নতুন করে তথাকথিত আলেম ও ওয়াজকারীরা চুক্তি করে লাখ লাখ টাকার বিনিময়ে হেলিকপ্টারে এসে ভাস্কর্যের বিরুদ্ধে ইসলামের ভুল ব্যাখ্যা ও ফতোয়া দিয়ে দেশের শান্তি প্রিয় মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তারা দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি প্রমূখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2