লাকি আক্তারের সাথে হাসিনার নয় দিল্লির সম্পর্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মার্চ,শুক্রবার,২০২৫ | আপডেট: ০১:৩২ এএম, ১৫ মার্চ,শনিবার,২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, লাকি আক্তারের সাথে হাসিনার নয় দিল্লির সম্পর্ক। হাসিনার সাথে লাকিদের সম্পর্ক আসবে কিভাবে? শাহবাগের গণজাগরণ মঞ্চ তো দিল্লির সাথে সম্পর্কিত। দিল্লি দূতাবাসের সাথেই তাদের যোগাযোগ। শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে যে ষড়যন্ত্র করা হয়েছে। শত শত কোটি টাকা খরচ করা হয়েছে সেই টাকার উৎস আমরা জানতে চাই। একই সাথে আমরা বলতে চাই ধর্ষণের বিচারের জন্য দ্রুত ট্রাইবুনাল গঠন করতে হবে। ওসমান হাদী আরো বলেন, এই ইস্যুটা সামনে এসেছে আমাদের বোন আছিয়াকে কেন্দ্র করে। আসিয়া কে যেন আল্লাহ জান্নাতের পাখি হিসেবে কবুল করে এবং একই সাথে তার পরিবারের লোকজন যেন এই কষ্ট কাটিয়ে উঠতে পারে।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং এর ফলে নারীরা তাদের নিরাপত্তা এবং অধিকার রক্ষার্থে আন্দোলনে নেমেছে। একই সাথে ইনকিলাব মঞ্চের মতো সামাজিক সংগঠনগুলোও এই আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনগুলি নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌন নিপীড়ন এবং অন্যান্য ধরনের বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ হিসেবে উঠছে।
বাংলাদেশে ধর্ষণের ঘটনা খুবই উদ্বেগজনক হারে বাড়ছে। সংবাদমাধ্যমে প্রতিনিয়ত ধর্ষণ এবং যৌন নিপীড়নের খবর উঠে আসছে, যা নারীদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। ধর্ষণের শিকার নারী শুধু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না, বরং সমাজের চোখে তাকে অনেক সময় কলঙ্কিত বা তিরস্কৃতও হতে হয়। নারী নির্যাতনের মধ্যে শারীরিক, মানসিক, যৌন এবং আর্থিক সহিংসতা অন্তর্ভুক্ত। কর্মস্থলে, পরিবারের মধ্যে, এবং রাস্তাঘাটে নারীরা প্রায়ই এসব সহিংসতার শিকার হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই আইনি ব্যবস্থা এবং সমাজের মনোভাব নারীদের পাশে দাঁড়ায় না, যা নারীদের আরও দুর্বল করে তোলে।