আলেমদের রাস্তায় বের হতে দেয়া উচিত হবে না: জাফরুল্লাহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৩৮ এএম, ১৫ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৪:২০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভাস্কর্যের প্রসঙ্গ টেনে আলেমদের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আলেম সাহেবরা একটা ভুল কাজ করছেন। ইসলামে অন্যের মতামতের ওপর হস্তক্ষেপ দেয়া ধর্ম নয়। আজকে কি তাহলে আপনারা মা দুর্গার মূর্তি রাখতে দিবেন না। আজকে কাবার যে পাথরটা আছে যেটা চুমু খেতে যান আপনারা। সেটাকি মূর্তি না, না সেটা উল্কা খন্ড। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, ইসলামে কিন্তু ভিন্ন মতের ধর্ম পালনের অধিকার আছে। আমি মনে করি অলেমগণ জ্ঞানী মানুষ তাদেরকে এই সকল বিতর্কে না জড়িয়ে সরাসরি মানুষের কল্যাণ মুখি কাজ করা উচিত।
তিনি বলেন, বরঞ্চ উনাদের নজর দেওয়া উচিত একই অপরাধ যখন সাধারণ মানুষ করে আর সেই অপরাধ যদি একজন ইমাম করেন তাহলে মানুষ সেটাকে ভালো ভাবে নেয় না। সুতরাং তাদের উচিত হবে কোন মাদ্রাসা শিক্ষক যাতে কোনো বলোৎকারে জড়িয়ে না পরে। কোন ইমাম মুয়াজ্জিনের নামে যেন যৌন নিপীড়ন, স্ত্রী নির্যাতনের কথা না আসে। আরও যেটা ওনাদের করা উচিত আমরা সবাই যেন ভালো থাকি।
ডা. জাফরুল্লাহ আরও বলেন, ভাস্কর্য আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিনই তাদেরকে থামানো উচিত ছিল। রাস্তায় বের হতে দেওয়ার ফলে ওনারা মনে করছেন ডিজিটাল আইন শুধু আমাদের জন্যই।
আওয়ামী লীগের উদ্দেশ্য করে তিনি বলেন, উনাদের যেসব নেতৃবর্গ বলছেন বুড়িগঙ্গায় ফেলে দিবেন এসব বলা উচিত নয়।
সরকারের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আলেমরা একটি ভুল পথে যাচ্ছে তাদেরকে এভাবে রাস্তায় বের হতে দেয়া উচিত হবে না। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান করেন তিনি।