avertisements 2

পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আওয়ামী লীগ নেত্রী কাবেরী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৯:৫০ এএম, ৫ ফেব্রুয়ারী, বুধবার,২০২৫

Text

চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক আওয়ামী লীগ নেত্রীকে। এসময় পুলিশের হাত থেকে বাঁচতে ভবনের ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পুলিশ পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করে আনে। 

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেত্রীর নাম নাজনীন সরওয়ার কাবেরী। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে চকবাজার থানা পুলিশ গ্রেফতার করে। কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন।

সিএমপির উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা কক্সবাজারে থাকবে। রাতেই তাঁকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2