avertisements 2

ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার, বাবার খোঁজে মেয়ে ডিবিতে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ মে,সোমবার,২০২৪ | আপডেট: ০১:৩৩ পিএম, ২৭ জুলাই,শনিবার,২০২৪

Text

 

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খোঁজ পেতে সহায়তার জন্য তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবি কার্যালয়ে গেছেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের খোঁজ পেতে সহায়তার জন্য তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।

রোববার (১৯ মে) বিকেলের দিকে তিনি মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে যান।
‘নির্বাচনে জয়ী হয়ে সম্পদ অর্জনই তাদের মূল লক্ষ্য’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের এমপি আনার চিকিৎসার জন্য চলতি মাসের ১১ মে ভারতে যান। এরপর নিয়মিত যোগাযোগ থাকলেও গত তিনদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তার বাবার নিখোঁজের বিষয়টি অবহিত করেছেন।

এর আগে মুমতারিন ফেরদৌস ডরিন গণমাধ্যমকে বলেন, দুদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। আমরা দুশ্চিন্তায় আছি। সব উপায়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমার পরিবারের লোকজন কলকাতায় যাবে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুর রউফ জানান, গত ১১ মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান সংসদ সদস্য আনার।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2