avertisements 2

খালেদা জিয়ার মুক্তি চান, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ভোট চান!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জানুয়ারী, বুধবার,২০২৪ | আপডেট: ০২:৫৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

একদিকে খালেদা জিয়ার মুক্তি চান, অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চান কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান।

সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে এক নির্বাচনী সভায় বক্তৃতার শেষ পর্যায়ে তিনি স্লোগান দেন, ‘মুক্তি চাই, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই।’

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী প্রচারণায় নেমে প্রায় সব সভাতেই খালেদা জিয়ার মুক্তি দাবি করে আসছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আখতারুজ্জামান। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নানা সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। নেতৃত্বের প্রশংসা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্থানীয় অনেকের ভাষ্য, আখতারুজ্জামান এসব কথা বলে একদিকে বিএনপির সমর্থকদের ভোটে টানার চেষ্টা করছেন, অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রশংসা করে আওয়ামী লীগের অনুগ্রহের আশা করছেন। তবে তার এ ধরনের কথাবার্তায় বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের অনেকে ক্ষুব্ধ।

জনসভায় আখতারুজ্জামান বলেন, ‘আজ আমার জনসমাবেশে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে বলতে পারবেন, বাংলাদেশে অন্তত কটিয়াদী-পাকুন্দিয়াতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তারপরও যদি কারসাজি করেন, ঘরে ঘরে আগুন লাগবে।’

আখতারুজ্জামানের বক্তব্যকে ‘হাস্যকর’ মনে করে জেলা বিএনপির সহসভাপতি ও পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দীন বলেন, দলের বিরোধিতা করে নির্বাচনে অংশ নিয়ে আখতারুজ্জামান খালেদা জিয়ার মুক্তি দাবি করে যতই স্লোগান দেন না কেন, বিএনপির একটি ভোটও পাবেন না। কারণ, বিএনপি যেখানে এ নির্বাচন বয়কট করে ভোট বর্জনের আহ্বান করছে, সেখানে ভোটকেন্দ্রে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর আখতারুজ্জামান যেখানে খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিচ্ছেন, সেখানে আবার শেখ হাসিনার নেতৃত্বে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে চাইছেন, বিষয়টি অনেক হাস্যকর।

কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পুলিশের সাবেক ডিআইজি আবদুল কাহার আকন্দ। তিনি আখতারুজ্জামানের বক্তব্যকে ‘বিকৃত’ উল্লেখ করে বলেন, আখতারুজ্জামান তার দেশমাতার মুক্তি চান, আবার আওয়ামী লীগের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের দোয়া চান।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2