avertisements 2

জাতীয় পার্টি ভোটে যাবে কিনা, জানা যাবে বিকালে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ ডিসেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:৫০ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা আজ বিকালে জানা যাবে। এ কথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রোববার দুপুর ১টায় বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মুজিবুল হক বলেন, নির্বাচন করব নাকি করব না সেটা আজকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া দরকার। আজকে বিকালে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত জানাব।

জাতীয় পার্টি নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করছে জানিয়ে পার্টির সেক্রেটারি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন করার জন্য আমরা আসছি। আমরা নির্বাচনি পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজ এবং আগামীকাল এই দুদিন খুবই গুরুত্বপূর্ণ। আজকে হলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল প্রতীক বরাদ্দের দিন। তাই নির্বাচনটা আমরা কীভাবে করব নাকি করব না তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার। আমাদের চেয়ারম্যান পার্টি অফিসে আছেন। তিনি সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। আমাদের আরও একটু আলোচনা করা দরকার। আজ বিকালে আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেব।

আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনে সমঝোতার অপেক্ষায় আছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অ-আনুষ্ঠানিক আলোচনা চলছে। নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে আমাদের আলোচনা চলছে। তবে বিকেল চারটা কিংবা পাঁচটায় এই ধরনের কোন বিষয় না। এখন আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। সেজন্য আমরা আজকে কিছুটা সময় নিচ্ছি। এটা আমাদের নিজেদের প্রয়োজনে সময় নিচ্ছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন ‌‘নির্দিষ্ট সংখ্যক আস জাতীয় পার্টিকে জানিয়ে দেওয়া হয়েছে, তবে জাতীয় পার্টি এর থেকে বেশি চেয়েছে’— এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতীয় পার্টি মহাসচিব বলেন, চাওয়া পাওয়ার কথা উনি বলেছেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। চাওয়া তো সব সময় বেশি থাকে। তবে আমরা আসন চেয়েছি কি— না চেয়ে চেয়েছি এ বিষয়ে উত্তর দেওয়ার সুযোগ এখন আমার নেই। তবে আমরা যাই করি না কেন আমরা আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে একসঙ্গে কাজ করি।

এরপর আসন সমঝোতা নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান জাতীয় পার্টির মহাসচিব।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2