avertisements 2

আওয়ামী লীগের সঙ্গে প্রেমের চিঠি তো প্রকাশ করা যায় না: চুন্নু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ডিসেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৩:৪৬ এএম, ২ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ছবি: সংগৃহীত 

আওয়ামী লীগের সঙ্গে বারবার আলোচনার প্রধান বিষয় আসন বণ্টন নয়, নির্বাচন সুষ্ঠু করা- এই দাবি করেও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু স্বীকার করেছেন, কিছু আসনে কিছু সংসদ সদস্যকে জিতিয়ে আনতে সমঝোতার কথাও আছে।

তবে একাধিক সাংবাদিকের নানা প্রশ্নেও এই আলোচনার ফলাফল এখনই প্রকাশ না করে তিনি বলেছেন, রাজনৈতিক কৌশলের সব কিছু কেউ বলে দেয় না।

ভবিষ্যতে প্রকাশও হবে, এমন ইঙ্গিত দিয়ে চুন্নু আবার প্রেমের প্রথম চিঠির উপমাও টেনেছেন। বলেছেন, এই চিঠির কথা কেউ বাবা-মাকে বলে না। কিন্তু বিয়ের প্রসঙ্গ এলে তখন সম্পর্কের কথা বলতেই হয়।

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার জন্য একটি দিন বাকি থাকতে শনিবার বনানীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন জাতীয় পার্টির মহাসচিব।

গত তিনটি নির্বাচনের মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোট করলেও বিএনপির বর্জনে ২০১৪ সালে জোট না করে আসন সমঝোতা করেছে। এবারও নির্বাচনে আসেনি বিএনপি। এবারও হয়নি মহাজোট।

তবে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ তিনটি বৈঠকে বসেছে, সেসব বৈঠকের আলোচনায় আসন সমঝোতা নিয়ে কী কথা, তা প্রকাশ করা হয়নি এখনও।

সবশেষ শুক্রবার রাতের বৈঠকের পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে বর্তমানে জাতীয় পার্টির সংসদ সদস্য আছেন, এমন ২৩টি আসনে নৌকা প্রতীক সরিয়ে নিতে রাজি হয়েছে আওয়ামী লীগ। তবে জাতীয় পার্টি চেয়েছে গতবারের ছাড় দেওয়া ২৬ আসন।

গণমাধ্যমকর্মীরা ঘুরিয়ে ফিরিয়ে একটি প্রশ্নই বারবার সামনে আনেন, সেটা হলো জাতীয় পার্টি আসলে কয়টা আসনে ছাড় চায় আওয়ামী লীগের কাছে। কিন্তু প্রতিবারই কৌশলী জবাব দিয়ে এগিয়ে যান চুন্নু।

আপনারা নাকি তালিকা দিয়েছেন আওয়ামী লীগকে?- এই প্রশ্নে তিনি বলেন, “দেখুন, আমার যে টেকনিক, যে কৌশল, সবগুলো কি সব আমরা প্রকাশ করব? এটা কি কেউ করে? কেউ করে না।

“লুকিয়ে লুকিয়ে প্রেমের চিঠি লিখব, এটা কি বাপ মাকে বলা যায়? বলা যায় না। পরে যখন হয়ে যায়, তখন বলা যায়। যখন বিয়ে সাদি করি, তখন তো বলতে হয়।”

প্রেমের সম্পর্ক কতটা এগিয়েছে?- জাতীয় পার্টির মহাসচিব বলেন, “সম্পর্কে প্রেম হয় আবার বিরহ হয়, আবার প্রেম গভীর হয়, আবার বিরহ হয়। প্রেমের শেষ পরিণতি তো বিয়ে।”

এই প্রেমে নায়ক নাকি নায়িকার চরিত্রে আছে জাতীয় পার্টি?

চুন্নু বলেন, “শুনুন, সবাই কিন্তু নায়ক হতে চায়। আমিও কিন্তু মনে মনে ভাবি, যদি সালমান (সালমান খান) হতে পারতাম বোম্বের (মুম্বাই)! বিয়ের আগে আমিও মনে করছি, আরে সবচেয়ে সুন্দর একটা মেয়েকে যদি আমি বিয়ে করতে পারতাম!”

বিষয়:

আরও পড়ুন

avertisements 2