avertisements 2

টিপু নাকি মেনন, বরিশাল-৩ কার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ডিসেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:৫১ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

জোটের শরিক হওয়ায় একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দেয় আওয়ামী লীগ। এতে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপু। এবারও তিনি এ আসনের প্রার্থী। তবে গতকাল বৃহস্পতিবার রাতে এ আসন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতে যাওয়ার খবরে নানা আলোচনার শুরু হয়েছে।

১৪ দলীয় জোটের সূত্রের বরাতে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, বরিশাল-৩ আসন দেওয়া হচ্ছে ওয়ার্কার্স পার্টিকে। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সভাপতি রাশেদ খান মেনন। তবে জাতীয় পার্টির স্থানীয় নেতারা বলছেন, এটি সিদ্ধান্ত চূড়ান্ত নয়। মহাজোটের সঙ্গে সমন্বয় হলে আসনটি পুনরায় জাতীয় পার্টিকে দেওয়া হবে।

তবে জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার আলোচনা চললেও দলটির বেশির ভাগ প্রার্থীর বিষয়ে আওয়ামী লীগের মনোভাব ইতিবাচক নয়। দলটির ভাষ্য, অজনপ্রিয় কাউকে আসন ছেড়ে দেওয়া হবে না।

বরিশাল-৩ এ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন। টিপু, মেননসহ এখানে জোটের প্রার্থী তিনজন।

জাতীয় পার্টির বাবুগঞ্জ উপজেলার সম্পাদক গোলাম কিসলু বলছেন, ‘আসনটি জাতীয় পার্টির। এর প্রমাণ নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই দুটি নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু ব্যাপক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমরা নিশ্চিত আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের চূড়ান্ত আসন বণ্টনের সময় এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেবে।’

ভোটের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে লাঙ্গল প্রতীকে ৬৬ হাজার ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হন গোলাম কিবরিয়া টিপু।

তখন তিনি মহাজোটের প্রার্থী ছিলেন। আওয়ামী লীগ এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। বিএনপি থেকে নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ৯১ ভোট পান স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে মহাজোট থেকে ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতানকে মনোনয়ন দেওয়া হয়। হাতুড়ি প্রতীক নিয়ে প্রায় ৪৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে এই আসনটি থেকে জোটগতভাবে শেখ টিপু সুলতানকে মনোনয়ন দেওয়া হয়। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তবে পরবর্তীতে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে সমর্থন দেওয়া হয়। ওই নির্বাচনে লাঙ্গল প্রতীকে তিনি ৫৬ হাজার ভোট পান। অপরদিকে নৌকা প্রতীকে শেখ টিপু সুলতান পান ২০ হাজার ভোট।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, ‘রাশেদ খান মেনন দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও বরিশাল-৩ আসনে তার নিজের বাড়ি। জোটের সঙ্গে বৈঠকের পর এই আসনটি তাকে দেওয়া হয়েছে। এই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।’

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘এখন পর্যন্ত ওই আসনটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জনপ্রিয়তায় ওই আসনে আমি শীর্ষে রয়েছি তার প্রমাণ নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন।’ মহাজোটের সঙ্গে সমন্বয় হলে চূড়ান্তভাবে এই আসনটি তিনিই পাবেন বলে আশাবাদী তিনি।

উল্লেখ্য, বরিশাল-৩ ছাড়াও রাশেদ খান মেনন বরিশাল-২ আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তালুকদার মো. ইউনুস। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমান এমপি আওয়ামী লীগের মো. শাহে আলম এবার প্রার্থী হননি। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2