avertisements 2

টিকে গেলেন শাহজাহান ওমর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৬:৩৮ এএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

Text

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এ রায় দেয় কমিশন।

হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে শাহাজান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শুনানি করে তার আবেদন নামঞ্জুর করে ইসি।

গত ৯ ডিসেম্বর শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করায় তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনটি করা হয়েছিল বলে জানিয়েছিলেন ইসি কর্মকর্তারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শাহজাহান ওমর। গত ৪ নভেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তাকে।

প্রায় চার সপ্তাহ কারাবন্দী থাকার পর জামিন পান শাহজাহান ওমর। কারামুক্ত হয়েই বিএনপি ছাড়েন এবং আওয়ামী লীগে যোগ দিয়ে শোরগোল ফেলে দেন। এরপর ঝালকাঠি–১ আসনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2