avertisements 2

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১০:১৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা। ছবি: সংগৃহীত 

আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরুর আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ডা. জিয়াউল হকসহ পাঁচজন আহত হয়েছেন এবং তার গাড়িটিও ভাঙচুর করা হয়।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের তিনদীঘি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন- মহিউদ্দিন মোহন, ফেরদৌস, রাখাল মাসুদ, সালাম সরদার ও মহসিন।

হামলার বিষয়ে ডা. জিয়াউল হক মোল্লা বলেন, ‘আমরা একটি মাইক্রোবাসে নির্বাচনী গণসংযোগ করতে বিকেল ৫টার দিকে কাহালু উপজেলার তিনদীঘি বাজার এলাকায় যাচ্ছিলাম। সেখানে মাইক্রোবাস থেকে নামার সময় ১০-১২ জন যুবক লাঠিসোটা, রড নিয়ে হামলা চালান। তারা মাইক্রোবাসও ভাঙচুর করেন। এ সময় আমাকে হত্যার চেষ্টা চালান হামলাকারীরা।’

আরও পড়ুন: পুলিশ-বিএনপি সংঘর্ষে হবিগঞ্জ রণক্ষেত্র, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

ডা. জিয়াউল হক মোল্লার দাবি, তার সাবেক দল বিএনপির নেতাকর্মীরাই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন।

তিনি বলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের ক্যাডার বাহিনী আমাকে হত্যার জন্য হামলা চালিয়েছিল। এ ঘটনায় মামলা করা হবে। হামলা করে তাকে নির্বাচন থেকে সরানো যাবে না বলেও জানান ওই প্রার্থী।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক থানায় ভাঙা গাড়ি নিয়ে আসেন। তিনি মৌখিক অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।’

আরও পড়ুন: নৌকার প্রার্থী মানিক ও স্বতন্ত্র শামীমকে শোকজ

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা শুনেছি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। নির্বাচন বাধাগ্রস্তরা যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।’

১৯৯৪ সালে বিএনপির প্রতিষ্ঠাকালীন জয়েন্ট সেক্রেটারি ও সংসদ সদস্য বাবা আজিজুল হকের মৃত্যুর পর বিএনপির মনোনয়নে চার বার সংসদ সদস্য হোন জিয়াউল হক মোল্লা। তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থীদের সঙ্গে যোগ দেয়ায় দল থেকে কৌশলে সরিয়ে দেয়া হয় তাকে। তবে বিএনপি ছাড়লেও বগুড়া-৪ আসনে পারিবারিকভাবে জনপ্রিয়তা আছে ডা. জিয়াউল হকের।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2