avertisements 2

তোপের মুখে সুপ্রিম কোর্ট ছেড়ে এবার ডিবি কার্যালয়ে শাহজাহান ওমর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ডিসেম্বর, বুধবার,২০২৩ | আপডেট: ০১:০৫ পিএম, ১৪ মার্চ,শুক্রবার,২০২৫

Text

ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান।

ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কি কারণে ডিবি কার্যালয়ে গেছেন তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টে যান তিনি। এসময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট অঙ্গন ত্যাগ করে শাহজাহান ওমর। বিএনপিপন্থি আইনজীবীরা তাকে বেইমান, রাজাকার বলে গালাগাল করেন।

বুধবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে যান শাহজাহান ওমর। তবে, কিছুক্ষণ অপেক্ষা করেও প্রধান বিচারপতির সঙ্গে দেখা হয়নি তার। প্রধান বিচারপতির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান ওমর। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন, যা সবার নজরে আসে ।

কারাগার থেকে জামিন পেয়েই নৌকার টিকিট নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত হওয়া ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। এখনো তাকে ঘিরে আলোচনা-সমালোচনা থামছেই না। এরমধ্যে সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঝালকাঠিতে অনুষ্ঠিত শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আব্দুল জলিল মিয়াজী নামে একজনকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়।

এ ঘটনায় ঝালকাঠি-১ নির্বাচনী এলাকা-১২৫ এর নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক পল্লবেশ কুমার কুণ্ডু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমরের কাছে কৈফিয়ত তলব করেন। সোমবার (৪ ডিসেম্বর) ব্যারিস্টার শাহজাহার ওমর বরাবর পল্লবেশ কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক স্মারকে কৈফিয়ত তলব করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2