ট্রান্সজেন্ডার প্রার্থীকে মনোনয়ন দিল লিবারেল ইসলামিক জোট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ নভেম্বর,
বুধবার,২০২৩ | আপডেট: ০৯:১৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
উর্মি। সংগৃহীত ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন ট্রান্সজেন্ডারকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোট। গাজীপুর-৫ আসন থেকে মনোনয়ন পাওয়া ওই প্রার্থীর নাম উর্মি। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার পূবাইলে বড়ইবাড়ি এলাকায়।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারি ঘোষিত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
ইকোনমিক স্যাংশন দেয়ার কথা আসছে: মেনন
জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনীত হয়ে উর্মি বলেন, ‘দলের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আমাকে জনগণের পাশে পাওয়া যাবে। বুধবার আমি মনোনয়নপত্র জমা দেব। এখন আমি কাগজপত্র ঠিক করছি। আশা করছি, মানুষ আমাকে ভোট দিয়ে সব সময় তাদের পাশে থাকার সুযোগ দিবে।’
এ ব্যাপারে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘মনোনয়ন দেয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি।তীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী দিয়েছি।’
জানা গেছে, নতুন নিবন্ধিত দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন ছয় দলের লিবারেল ইসলামিক জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২১ আসনে প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছে। বাকি ৭৯ আসনে প্রার্থীদের মনোনয়ন বাছাই করে আগামীকাল বুধবার গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ জোট মোট ২০০ আসনে প্রার্থী দেবে।