avertisements 2

মনোনয়ন পাননি ’পোস্টার বয়’ মিলন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ নভেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:৫৬ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

ঢাকার মেট্রোরেলের খুঁটি, ফ্লাইওভার, গাছপালা, বিদ্যুতের খুঁটিসহ সবখানে নিয়মিত পোস্টার সাঁটিয়ে আলোচিত-সমালোচিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন। নগরবাসীর কাছে তিনি পরিচিত ‘‘পোস্টার মিলন’’ হিসেবে। ঢাকা-৭ আসনে জাপার প্রার্থী হতে সবার দোয়া কামনা করতেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের মধ্যে ২৮৯টি আসনে দলীয় প্রার্থীদের নাম সোমবার (২৭ নভেম্বর) প্রকাশ করছে জাতীয় পার্টি (জাপা)। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু ঘোষিত তালিকায় নাম আসেনি জাতীয় পার্টির পোস্টার বয় হিসেবে পরিচিত প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলনের। এতে বিস্মিত তিনি।

জাপা ঘোষিত প্রার্থী তালিকায় দেখা যায় ঢাকার ২০টি আসনে জাপার মনোনয়ন পেয়েছেন: ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল) শাকিল আহমেদ শাকিল, ঢাকা-৩ (কেরানীগঞ্জ দক্ষিণ) মো. মনির সরকার, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ঢাকা-৫ মীর আব্দুস সবুর আসুদ, ঢাকা-৬ এ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৭ তারেক এ আদেল, ঢাকা-৮ মো. জুবায়ের আলম খান রবিন, ঢাকা-৯ কাজী আবুল খায়ের, ঢাকা-১০ হাজী মো. শাহজাহান, ঢাকা-১১ মো. সিরাজ উদ্দিন আহমেদ ও শামীম আহমেদ রিজভী, ঢাকা-১২ খোরশেদ আলম খুশু, ঢাকা-১৩ শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা-১৪ শফিকুল ইসলাম সেন্টু ও মো. আলমাস উদ্দিন, ঢাকা-১৫ মো. শামসুল হক, ঢাকা-১৬ মো. আমানত হোসেন আমানত, ঢাকা-১৭ গোলাম মোহাম্মদ কাদের, ঢাকা-১৮ শেরীফা কাদের, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) বাহাদুর ইসলাম ইমতিয়াজ, ঢাকা-২০ (ধামরাই) খান মো. ইসরাফিল খোকন।

মনোনয়ন তালিকায় নিজের নাম না দেখায় নেতাদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছেন মিলন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮৯ আস‌নে মনোনীত প্রার্থী ঘোষণা ক‌রে‌ছে জাতীয় পার্টি কিন্তু সেখানে ঢাকা ২০টি আসনে জাপার মনোনীত প্রার্থীর তালিকায় আমার নাম নেই। আমি নিজেও বিস্মিত। আমি নেতাদের সঙ্গে যোগাযোগ করছি।’’

সবশেষ ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। তবে পরাজিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও  আরও কয়েকবার নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।

গত ২০ নভেম্বর মনোনয়ন বিক্রি শুরু করে জাতীয় পার্টি। ২৩ নভেম্বর তা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ২৪ নভেম্বর।  ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2