চিত্রা নদীর পাড়ে ফের নৌকার পালে হাওয়া তুলবেন মাশরাফী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ নভেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ১১:৩৮ এএম, ১৩ মার্চ,বৃহস্পতিবার,২০২৫

কাউকে যদি প্রশ্ন করা হয়, দেশের সবচেয়ে জনপ্রিয় ‘স্পোর্টসম্যান’ কে? তাহলে শুরুতেই নাম আসে মাশরাফী বিন মোর্ত্তজার। স্পোর্টসম্যান এখন রাজনীতিবিদ, এ কথা সবার জানা। ধীরে ধীরে এগুচ্ছেন রাজনীতিতেও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দলটির এ ক্রীড়া ও যুব সম্পাদক।
পাঁচ বছর আগে আওয়ামী লীগে যোগ দেন নড়াইল এক্সপ্রেস। আঠারোর ভোটে নৌকা নিয়ে সংসদে যান। ধীরে ধীরে খেলাও কমিয়ে দেন মাশরাফী। আর মনোযোগ দেন দল ও নির্বাচনী এলাকায়। এরমধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতেও জায়গা করে নেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য। চব্বিশের ভোটেও নৌকার টিকিট পেলেন মাশরাফী। আবারও চিত্রা নদীর পাড়ে নৌকার পালে হাওয়া তুলে যেনে চান সংসদে।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থীদের নাম। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, আর কালোড়া ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাশোপুর ইউনিয়ন, শেখ হাটি ইউনিয়ন ব্যতীত নড়াইল সদর উপজেলা নিয়ে নড়াইল-২ আসন গঠিত। এই আসনে দ্বিতীয়বারের মতো ভোট করতে গত সোমবার (২০ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মাশরাফির পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস। পরদিন মনোনয়ন ফরম জমা দেয়া হয়।