৫৭ সেকেন্ডে নৌকায় ৪৩ সিল মারা নির্বাচনে বেসামাল সরকার : রিজভী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ নভেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:২৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শুধু বিএনপির কার্যালয় নয়, সরকার সারা দেশ তালাবদ্ধ করে রেখেছে। আজ শনিবার (১১ নভেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। এই নেতা আরও বলেছেন, মানুষের সুখ-শান্তি সব ধ্বংস করেছে সরকার। ঘরে ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রিজভী বলেন, ‘যেসব জায়গায় আমরা সংবাদ সম্মেলন করতাম, বিশেষ করে আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয়, আপনারা জানেন যে পুলিশ সেই কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে তালা মেরে অবস্থান করছে। তালা মারার এই পরিস্থিতি শুধু পার্টি অফিসে নয়, ওরা সারা দেশেই তালা মেরে রেখেছে। ওরা তালা মেরে রেখেছে, বন্দি করে রেখেছে গণতন্ত্রকামী মানুষকে, যেন তারা কথা বলতে না পারে, যেন তারা সত্য উচ্চারণ করতে না পারে। ঘরে ঘরে এখন আতঙ্ক। মানুষের সুখ-শান্তি সব ধ্বংস করে জল্লাদের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার।’
সরকারের এই দমনপীড়নে এক দফা আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘জনগণের এই ত্যাগ বৃথা যাবে না। গণতন্ত্রের বিজয় হবেই ইনশা আল্লাহ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১৫ জন নেতাকর্মী গ্রেপ্তর হয়েছে। ২৮ অক্টোবরের সমাবেশের পর থেকে এই পর্যন্ত মামলার সংখ্যা ৬১৩টির অধিক এবং এতে আসামি করা হয়েছে ৪৮ হাজার ৪৪৩ জনের অধিক নেতাকর্মীকে।’
রিজভী বলেন, ‘অতীতের মতো ভুয়া নির্বাচনের নামে তামাশা করতে বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে উঠেছে আওয়ামী সরকার। ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারা নির্বাচনের জন্য বেসামাল এখন শেখ হাসিনা।’
রিজভী বলেন, ‘আগামীকাল রোববার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হবে। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি। আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু শেখ হাসিনার সরকারের নির্দেশে বিরোধী দলের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে হাতুড়ি-চাপাতি-লগি-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীরা যানবাহনে আগুন দিচ্ছে, তাণ্ডব চালাচ্ছে।’