রোববার থেকে আবারো ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ নভেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:৩০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সরকার পতনের ‘এক দফা’ দাবিতে তিন দফা অবরোধের পর আবারো আগামী রোববার থেকে সারাদেশে ৪৮ ঘন্টার ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (০৯ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেফতার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক মন্ডলীসহ সারাদেশে হাজারো নেতা-কর্মীর মুক্তির দাবিতে আগামী ১২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।
এই অবরোধে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান রিজভী চলমান ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচিতে জনগনের অংশগ্রহনের জন্য তাদেরকে অভিনন্দন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
রিজভী জানান, অবরোধ ছাড়া রয়েছে দোয়া মাহফিলের কর্মসূচি। পোষাক শিল্পের মজুরির দাবিতে আন্দোলনে দুই নিহত শ্রমিকসহ ২৮ অক্টোবর থেকে এই পর্যন্ত নিহত নেতা-কর্মীদের জন্য আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার সারাদেশে বাদ জুম্মা মসজিদে মসজিদে এই দোয়া মাহফিল হবে।
রোববার থেকে ডাকা অবরোধের আগে গত দুই সাপ্তাহে তিন দফায় ১৬০ ঘন্টার অবরোধ কর্মসূচি করেছে বিএনপি। গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ পুলিশ পন্ড করে দেয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোট গুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘন্টা এবং সর্বশেষ ৮ নভেম্বর থেকে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় যা শুক্রবার ভোর ৬টায় এই কর্মসূচি শেষ হচ্ছে।