avertisements 2

৭৫ ও এক-এগারো ঘটানোর গন্ধ পাওয়া যাচ্ছে : ইনু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ নভেম্বর, বুধবার,২০২৩ | আপডেট: ১০:০৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত 

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, নির্বাচন নিয়ে হৈচৈ-এর আড়ালে মূলত বিএনপি ও বিদেশি চক্র সরকার অদল-বদলের একই সুরে তানপুরা বাজাচ্ছে। এর মাধ্যমে পঁচাত্তর ও এক-এগারো ঘটানোর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। একটা তাবেদার সরকার বানানোর চেষ্টা চলছে। এটা অত্যন্ত দুঃখজনক।

বুধবার (৮ নভেম্বর) কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ও কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হৈচৈ করছে। এর ভেতরে বিএনপি-জামায়াত চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে তাতে দেশের অর্থনীতি ও মানুষের জানমাল এবং শান্তি নষ্ট হচ্ছে।

ইনু বলেন, কোনো অজুহাতেই বা কোনো চক্রান্তে সাংবিধানিক ধারা বানচাল করতে দেওয়া হবে না।

এ সময় স্থানীয় পর্যায়ে জোটে আওয়ামী লীগ ও জাসদের বিরোধ নিয়ে ইনু বলেন, খন্দকার মুশতাকের দালালেরা দলকে দুর্বল করার চেষ্টা করে। আওয়ামী লীগের সঙ্গে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই। মুশতাকের মতো ঘাপটি মেরে থাকা দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোকে আমরা আমলে নিচ্ছি না।

সরকারই নাশকতা করছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ইনু বলেন, এসব অভিযোগ করে লাভ নেই, কারা করছে গণমাধ্যমের ছবিই তার প্রমাণ দিচ্ছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2