নিক্সনকে ভোট দিলে আপনাদের চাবাইয়া খাইয়া ফেলবে: কাজী জাফরউল্লাহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:০৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ফরিদপুর-৪ আসনে আবার তাঁকে ভোট দিয়ে বিজয়ী করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন। এই আসনের বর্তমান এমপি নিক্সন চৌধুরীকে আর ভোট না দিতেও তিনি আহ্বান জানান। কাজী জাফরউল্লাহ বলেন, ‘নিক্সন চৌধুরী নিজেকে সিংহ মনে করেন। তাঁকে আবার ভোট দিলে আপনাদের চাবাইয়া খাইয়া ফেলবে। আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিলে তা আমি পাব। আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমাকে ভোট দিলে আপনারাই লাভবান হবেন।’
ফরিদপুরের ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফাজিলপুর গ্রামের মঞ্জু খানের বাড়িতে বুধবার এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরবাসীর প্রতি জাফরউল্লাহ বলেন, ‘নিক্সন আবার জমিদারি প্রথা স্থাপন করতে চান। আপনাদের ওপর রাজত্ব করতে চান। আপনারা যাতে আবার কোনো ভুয়া জমিদার দ্বারা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য নৌকায় ভোট দিতে হবে। আমার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই। আগামীতে আমি নির্বাচিত হলে বাবার রেখে যাওয়া টাকা দিয়ে ভাঙ্গায় একটি হাসপাতাল করে দেব। এলাকার প্রতিটি পরিবারে যেসব শিক্ষিত ছেলে আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব।’
আওয়ামী লীগবিরোধীরা সরকার এবং দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে ব্যস্ত উল্লেখ করে কাজী জাফরউল্লাহ বলেন, ‘এখন থেকেই দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে অপশক্তিকে মোকাবিলা করতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাতুব্বর, মহিলা আওয়ামী লীগ কর্মী রেহানা পারভীন প্রমুখ।