২৮ তারিখ বিএনপির কবর রচনা হবে: নাছিম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:১০ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
২৮ অক্টোবর বিএনপির কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বুধবার রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নাছিম বলেন, বিএনপিকে ঢাকা অচল করতে দেওয়া হবে না। বিএনপির সঙ্গে কোনো আপস নাই। ২৮ তারিখে নবযাত্রার সূচনা হবে। এদিন বিএনপির কবর রচনা হবে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের এক সপ্তাহ আগেই ঢাকায় এনে অরাজকতার চেষ্টা করছে। বিএনপি-জামায়াত সন্ত্রাসী গোষ্ঠী, এরা ধর্মান্ধ। এরা দেশটাকে দোজখ বানাতে চায়।
তিনি আরও বলেন, আমরা বিএনপির মতো সারাদেশ থেকে লোক আসতে বলব না। আমরা শুধু ঢাকাবাসী ও ঢাকার আশপাশে যারা রয়েছেন তাদের আসতে বলব।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা অশুভ শক্তির সঙ্গে আপস করি নাই, এবারও করব না। বিএনপি-জামায়াত যেখানেই অপকর্ম করবে সেখানেই প্রতিবাদ, প্রতিরোধ হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।