ওবায়দুল কাদেরের ভিসা রেডি,অনেকেই দেশ ছেড়ে যাচ্ছেন:রিজভী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ অক্টোবর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৮:০৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাসপোর্টের ভিসা রেডি তাদের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,'পুলিশি নির্বাচন এদেশে আর হবে না।হতে দেবে না এদেশের জনগণ।ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি তাদের (আওয়ামী লীগের)অনেক নেতাকর্মী দেশ ছেড়ে চলে যাচ্ছেন এবং ওবায়দুল কাদের সাহেব সহ আরও অনেকে ইতোমধ্যে পাসপোর্টের ভিসা করে রেখেছেন। বৃহস্পতিবার(১৮ অক্টোবর)দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন,'জবরদস্তি করে আবারও নির্বাচন করবে এটা আর সম্ভব নয় তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পেরে ভিসা রেডি করে রেখেছেন।যে কোন প্রকারে তারা আবারও নীলনকশার পুলিশি নির্বাচন করবে এবার আর সম্ভব হবে না।
বিএনপির এই মুখপাত্র বলেন,'
শেখ হাসিনার অধিনে নির্বাচন হলে জনগণ ভোট দিবে না।ভোট দিবে পুলিশ।পুলিশ সুষ্ঠুভাবে ভোট দিবে শেখ হাসিনাকে জেতানোর জন্য আওয়ামী লীগকে জেতানোর জন্য ভোটাররা ভোট দিবে না।
পুলিশের ভোটে নির্বাচিত শেখ হাসিনা।২০১৪ এবং ২০১৮ সালে পুলিশের ভোটে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।সামনে আবারও ওই ধরনের নির্বাচন করার পায়তারা করছে।আর সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন ওবায়দুল কাদের সাহেবরা।
রিজভী বলেন,'আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।আমরা তলে তলে কোন কাজে বিশ্বাস করি না।কিন্তু সরকার তলে তলে কাজে বিশ্বাস করে তাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন।ওনারাই বিভিন্ন দেশের নাম উল্লেখ করে বলেন তারা ঠিক হয়ে গেছে।আমরা জনগণের শক্তিতেই এই সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দেয়ার জন্য।
সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার বিবরণ তুলে ধরে রিজভী বলেন,' এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গণসমাবেশকে কেন্দ্র করে মোট গ্রেফতার প্রায় ৩০০ জনের অধিক নেতাকর্মী।
তিনি অভিযোগ করে আরও বলেন, 'ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এর গুলশানস্থ নিজ বাড়িতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তল্লাশী চালায়। তাকে না পেয়ে তার বাড়ির লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস,তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু,নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।