গভীর রাতে বিএনপিনেতা এ্যানিকে বাসা তুলে নেওয়ার অভিযোগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ অক্টোবর,
বুধবার,২০২৩ | আপডেট: ০৬:০০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফাইল ছবি
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে উঠেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে তার ধানমণ্ডির বাসা থেকে তাকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের অভিযোগ, পুলিশ এ্যানিকে তুলে নিয়ে গেলেও স্বীকার করছে না।
আটক হওয়ার আগে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তার পরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, গভীর রাতে ধানমন্ডির বাসার দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে যায়। ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ।
ধানমন্ডি থানায় নিয়ে গেলে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ছুটে যান।