avertisements 2

মাঠে আছি, আসেন ১০ অক্টোবর খেলা হবে: নিক্সন চৌধুরী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:৩১ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

মজিবুর রহমান নিক্সন চৌধুরী। ফাইল ছবি

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘চাচা (কাজী জাফরউল্লাহ) আসেন, খেলা হবে। চার বছরে মাঠে নেই, মাঠে আমি আছি খেলা হবে। আমি এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন করেছি। 

বুধবার বিকালে ফরিদপুরের চরভদ্রাসনে অবস্থিত চরহাজীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নিক্সন চৌধুরী বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদী ভাঙন রোধে কাজ করেছি। বিদ্যুৎ, রাস্তাঘাট যে উন্নয়ন করেছি তাতেই খেলা হবে। করোনাকালে চাচা কোথায় ছিলেন? চাচা ১০ তারিখে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশাল সমাবেশে খেলা হবে।’

তিনি বলেন, ‘আপনারা ভাঙ্গায় আমার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীকে আমার জনপ্রিয়তা দেখাব। আমি যে মার্কাই পাই আপনারা আছেন তো?’

জেলার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী আনুষ্ঠানিকভাবে এমপি নিক্সনের দলে যোগদান করেন। এ উপলক্ষ্যে স্থানীয় বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন মাস্টার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিক্সন চৌধুরী।

এদিকে আগামী ১০ অক্টোবর ভাঙ্গা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ হওয়ার কথা রয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2