avertisements 2

ট্রাম্পকে সামলাতে না পারা বাইডেন বাংলাদেশকে হুমকি দিচ্ছে: কাদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:৪০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

ট্রাম্পকে সামলাতে পারছে না বাইডেন, আবার বাংলাদেশকে হুমকি দিচ্ছে— এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বললেন, কে কি বললো তাতে কিছু আসে যায় না। বঙ্গবন্ধু কন্যা কোনো বৃহৎ শক্তির হুমকিকে পরোয়া করেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ছাড়া কোনো ভোট নয়। শেখ হাসিনা ছাড়া বিশ্বাস করার মতো কেউ নাই। সংবিধানই বাংলাদেশের নির্বাচন পদ্ধতি ঠিক করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো অনুমতি ছাড়া সভা-সমাবেশ দিয়ে ঢাকা দখল করতে আসলে দেশের জনগণই বিএনপিকে ধাওয়া দেবে। এ সময় দলটির নেতাকর্মীদের কর্ণফুলীতে ডুব দেয়া ছাড়া উপায় থাকবে না।

নিষেধাজ্ঞার বিষয়েও এ সময় কথা বলেন সেতুমন্ত্রী। বলেছেন, বঙ্গবন্ধু নিষেধাজ্ঞাকে ভয় করলে এ দেশ স্বাধীন করতে পারতেন না। নিষেধাজ্ঞাকে কেউ ভয় করলে বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের সোনালী অর্জন সেগুলো হতো না। ১৫ বছর আগের বাংলাদেশ, ১৫ বছর পরের বাংলাদেশ, ১৫ বছর আগের এই ঢাকা শহর, ১৫ বছর পরের এই ঢাকা শহর; এলিভেটেড এক্সপ্রেসওয়ের আলোতে ঝলমল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2