'বেগমপাড়ার সাহেবদের ধরা হবে'- কাদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪৬ এএম, ২৬ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০২:০৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
কানাডার বহুল আলোচিত 'বেগমপাড়ার সাহেবদের' ধরা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
'বেগমপাড়ায় যারা অর্থ পাচার করেছেন, তাদের মধ্যে সরকারি আমলার সংখ্যা বেশি'- পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, যারা সেখানে অর্থ পাচার করেছেন, তাদের পরিচয় অর্থ পাচারকারী। তারা যেই হোন, ধরা হবে।
সম্প্রতি দুই জেলায় আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জেলায় কিছু অন্তর্কলহ আছে, সেগুলো তারা দূর করতে ব্যর্থ হয়েছেন এবং সামাল দিতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। ফলে সেখানে নতুন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিক্সন চৌধুরীকে যুবলীগের কমিটিতে অন্তর্ভুক্তি-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে বিদ্রোহী হবেন না- এই শর্তে তারা দলীয় সভাপতির কাছে ক্ষমা চেয়েছিলেন। তাদের ক্ষমা করা হয়েছে।
করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনার বিষয়ে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পুরো লকডাউন সম্ভব নয়। পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি।
মহামারি করোনাভাইরাসের কারণে এ মুহূর্তে মন্ত্রিসভায় পরিবর্তন আসছে না বলে জানিয়ে কাদের বলেন, কেবল ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। এর বাইরে এ মুহূর্তে মন্ত্রিসভায় কোনো পরিবর্তনের কথা আমার জানা নেই।