avertisements 2

কুড়িয়ে পাওয়া সেই টাকা দেয়া হলো অন্ধ হাফেজের চিকিৎসায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:০৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

অন্ধ হাফেজের চিকিৎসায় দেয়া হলো তিন লাখ টাকা

গত এক মাসে মাইকিং করে জানানো পরও  কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকার প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় ৩ লাখ টাকা এক অন্ধ হাফেজের চোখের চিকিৎসার জন্য দিয়েছেন ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী সৌরভ হোসেন। 

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট মহল্লায় অন্ধ হাফেজ মো. হৃদয়ের বাড়িতে গিয়ে ৩ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয় তার হাতে।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, রাজনৈতিক ব্যক্তিত্ব সন্তোষ কুমার আগারওয়ালা ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী উপস্থিত ছিলেন।

পাঁচ লাখ টাকার মধ্যে বাকি দুই লাখ টাকা ব্যবসায়ী সৌরভ তার এক বন্ধুর বাবার চিকিৎসা বাবা ও স্থানীয় কিছু অসহায় মানুষকে সকলের উপস্থিতিতে দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। 

সৌরভ ঢাকা পোস্টকে বলেন, টাকাটা কুড়িয়ে পাওয়ার পর খুব চেষ্টা করেছি প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার। এজন্য মাইকিং করেছি। একমাস উপেক্ষাও করেছি। এরপরও টাকার মালিককে পাইনি। পরে জানতে পারি শহরের মুন্সিরহাট মহল্লায় হাফেজ হৃদয়ের অন্ধ অবস্থায় ২৮ পাড়া কোরআন মুখস্ত করেছেন। এ অবস্থায় তিনি মসজিদে আজান দেন। ডাক্তার বলেছে হৃদয়ের চোখের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তিনি অনেক দিন ধরে বিভিন্নজনের কাছে সহায়তা চেয়েছেন। কারও কাছে পেয়েছেন, কারও কাছে পাননি। তিনি দেখতে চান। তাই আমি তাকে টাকাটা দিয়েছি। 


তিনি আরও বলেন, এর বাইরেও যদি তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয় আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর বাকি দুই লাখ টাকা আমার এক বন্ধুর বাবা আইসিইউতে আছে সেখানে দেব এবং স্থানীয় কিছু গরিব মানুষকে দেব। 

হাফেজ হৃদয় বলেন, এমন খুশি আগে কখনও হইনি। চিকিৎসার জন্য টাকাটা আমার খুব দরকার ছিল। আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার চোখের চিকিৎসা করে পৃথিবীর আলো দেখতে পারি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এটি নিসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি সৌরভকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে হৃদয় যেন সুস্থ হয়ে উঠে সেই দোয়া রইল। 

প্রসঙ্গত, গত ২০ আগস্ট ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি ব্যাগ কুড়িয়ে পান ব্যবসায়ী সৌরভ। পরে সেটি খুলে ৫ লাখ টাকা পান তিনি। এরপর সৌরভ মালিকের সন্ধানে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করেন। এক মাস অপেক্ষা করেও মালিকের সন্ধান না পাওয়ায় অন্ধ হাফেজ হৃদয়ের চিকিৎসার জন্য তিন লাখ টাকা দেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2