avertisements 2

অনলাইন পেমেন্টের ব্যবস্থা নিয়ে রাস্তায় ডিজিটাল ভিখারি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জুলাই,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:২৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

হাতে কিউআর কোড নিয়ে লোকাল ট্রেনে ভিক্ষা করছেন এক ব্যক্তি। সেই কিউআর কোডে রয়েছে অনলাইন পেমেন্টের ব্যবস্থা। অর্থাৎ, পকেটে খুচরা টাকা না থাকলেও সমস্যা নেই। অনলাইনেই ভিক্ষা দেওয়া যাবে তাকে। 

সম্প্রতি এই ‘ডিজিটাল ভিখারির দেখা মিলেছে ভারতের মুম্বাইয়ে। তার ভিডিও রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যস্ত রাস্তা, বাস বা ট্রেনে প্রতিদিনই দেখা মেলে অসংখ্য ভিক্ষুকের। পেটের তাগিদেই অন্যের কাছে হাত পাতেন তারা। অনেকে ‘না’ বলে দেন তাদের। কেউ কেউ অজুহাত হিসেবে নগদ অথবা খুচরা টাকার অভাবকে সামনে আনেন। এমন পরিস্থিতি সামলাতেই ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষাবৃত্তি শুরু করেছেন ঐ যুবক। 

ভিডিওতে দেখা যায়, এক ভিক্ষুক ট্রেনের ভেতর গান গেয়ে ভিক্ষা করছেন। তার হাতে কিউআর কোড স্টিকারযুক্ত কাগজ। ঐ ট্রেনে উপস্থিত এক ব্যক্তি এ ঘটনার ভিডিও রেকর্ড করেন, যা এখন ভাইরাল।

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঐ ভিডিওটি মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনের। যদিও সেটি কবে কোথায় ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। কেউ কেউ বলছেন, ঐ ভিক্ষুক যেভাবে কিউআর কোড নিয়ে ভিক্ষা করছেন, তাতে হয়তো আর কারো ‘না’ বলার সুযোগ থাকবে না। 

টুইটারে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, এটাই মুম্বাই লোকাল, যেখানে আপনি ডিজিটাল পেমেন্ট ব্যবহারের উচ্চতা দেখতে পাবেন। এক ভিক্ষুক সঙ্গে অনলাইন পেমেন্টের স্টিকার নিয়ে ঘুরছেন, যেন আপনাকে নগদ অর্থ না থাকার অজুহাত নিয়ে মাথা ঘামাতে না হয়। এটি পুরোপুরি একটি ‘ক্যাশলেস’ ব্যবস্থা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2