হাতঘড়ির দাম ৬৭ কোটি টাকা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মে,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৬:০৭ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
হংকংয়ে নিলামে বিক্রি হওয়া চীনের শেষ সম্রাটের হাতঘড়ি। ছবি: সংগৃহীত
হংকংয়ে একটি হাতঘড়ি ৬২ লাখ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি টাকার বেশি। চীনের শেষ সম্রাটের হাতঘড়ি এটি। ঘড়িটি সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্যাটেক ফিলিপের তৈরি।
গতকাল মঙ্গলবার এই নিলাম হয়। ঘড়িটির দাম ৩০ লাখ মার্কিন ডলার উঠবে বলে নিলামের আগে ধারণা করা হয়েছিল। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ঘড়িটি নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপসের হাতে এসেছিল।
কিন্তু গতকাল মাত্র পাঁচ মিনিটের নিলামে (স্পিরিটেড বিডিং) ঘড়িটির দাম ওঠে ৫১ লাখ মার্কিন ডলার। ক্রেতার প্রিমিয়াম ফিসহ ঘড়িটির মোট মূল্য দাঁড়ায় প্রায় ৬২ লাখ মার্কিন ডলার।
নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপসের ঘড়ি বিভাগের এশিয়া অঞ্চলের প্রধান টমাস পেরাজি বলেন, তিনি এই যুগান্তকারী নিলামে রোমাঞ্চিত। কারণ, ঘড়িটি নিলামে বিক্রির ক্ষেত্রে রেকর্ড হয়েছে।
যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাটেক ফিলিপের তৈরি এই মডেলের (রেফারেন্স ৯৬) আর কোনো ঘড়ি এত দামে আগে কখনো বিক্রি হয়নি।
নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপস জানায়, তাদের কাছে যেসব নথিপত্র রয়েছে, সে অনুযায়ী, ঘড়িটির মালিক ছিলেন ছিল চীনের শেষ সম্রাট আইসিন-গিয়োরো পুয়ি।