avertisements 2

গরিব হলে তারা যেমন হতেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ এপ্রিল,শুক্রবার,২০২৩ | আপডেট: ১২:৪৯ এএম, ১৮ মে,শনিবার,২০২৪

Text

ভারতীয় শিল্পী গোকুল পিল্লাই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় 'দরিদ্র হলে বিশ্বের শীর্ষ ধনীরা কেমন দেখতে হতেন' সেসব ছবি এঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। জানা যায়, সপ্তাহখানেক আগে গোকুল পিল্লাই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাতটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি দেখিয়েছেন, কোটিপতিরা বস্তিতে থাকলে কেমন দেখতে হতেন। সেই ছবিগুলো ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

p 2

গোকুল যেই সাতজনের ছবি শেয়ার করেছেন তারা  হলেন ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, মুকেশ আম্বানি, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, জেফ বেজোস ও ইলন মাস্ক। ইনস্টাগ্রামে ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন, ‘স্লামডগ মিলিয়নিয়ার। (তালিকার কাউকে বাদ দিলাম কি না?)’। 

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা ছবিগুলোতে বস্তিতে নোংরা পোশাক পরে এই সাত ধনকুবেরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। পেছনে ভাঙা ঘর। 

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসেরও একই হাল। কোনো এক বস্তির নোংরা আবর্জনার মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে আছেন তিনি। 

p-3
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকেও ময়লা একটি কাপড় গায়ে বস্তির নোংরা গলির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পায়ে এক জোড়া চপ্পল। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে দেখে মনে হয়, বস্তির উঠতি বয়সী এক তরুণ। পরনে হাফপ্যান্ট।

p6

বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটকে কোনো এক বস্তির গলিতে পকেটে হাত দিয়ে তাকিয়ে থাকতে দেখা যায়। বহুজাতিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের জেফ বেজোস ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ইলন মাস্কও যেন কোনো বস্তির বাসিন্দা।

p7
ধনকুবেরদের নিয়ে শিল্পী গোকুলের ওই ইনস্টাগ্রাম পোস্টে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন আরও কয়েক হাজার। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2