নিজেকে বিয়ে, ২৪ ঘণ্টা না পেরোতেই ডিভোর্স চান তরুণী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মার্চ,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০২:৪২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে বিয়ের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তরুণী সোফি মোর। পোস্ট করেছেন, বিয়ের পোশাকে নিজের ছবিও। তবে সেটি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা-বিতর্ক। এরই জেরে ২৪ ঘণ্টা না পেরোতেই এখন ডিভোর্স চান তিনি।
গত ২০ ফেব্রুয়ারি বিয়ের সাজে টুইটারে ওই ছবি আপলোড করেন তিনি।
ক্যাপশনে লিখেন, “আজ আমার জীবনের খুব বিশেষ একটা দিন। নিজেকে বিয়ে করার জন্য আমি বিয়ের পোশাক কিনেছি। একটা কেকও বানিয়েছি।”
২৫ বছর বয়সী সোফির টুইটার ও ইনস্টাগ্রামে পাঁচ লাখের বেশি অনুসারী রয়েছে। পোস্টটি করার পরপরই হুড়মুরিয়ে মন্তব্য করা শুরু করেছেন অনুসারীরা।
কেউ কেউ সমর্থন জানালেও বেশিরভাগ মন্তব্যই এসেছে সমালোচনা ও বিতর্কের।
একজন যেমন এটিকে “স্রেফ মনোযোগ আকর্ষণের ধাপ্পাবাজি!” হিসেবে অভিহিত করেছেন।
আবার অনেকেই মজার মন্তব্য করেছেন। একজন যেমন লিখেছেন, “তুমি আমাকেও বেছে নিতে পারতে। নতুন জীবনে তোমাকে অনেক শুভকামনা।”
শারি নামে একজন মন্তব্য করেছেন, “তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যারা আজেবাজে মন্তব্য করছে, তারা বিরক্তিকর।”
আরেকজন তাকে শুভকামনা জানিয়ে লিখেছেন, “এটাই শ্রেষ্ঠ বিয়ে। বিশ্বাস করো, অন্য কাউকে বিয়ে করলে সেটা খুব বেশি দিন টিকত না। আরও বেশি বিবাদ হতো। অভিনন্দন।”
এদিকে হরেকরকম মন্তব্যে বিরক্ত হয়ে নিজের কাছ থেকে নিজের বিচ্ছেদ চেয়েছেন সোফি। পরেরদিনই এক পোস্টে তিনি লিখেছেন, “আমি আমাকে বিয়ে করেছিলাম, কিন্তু বিষয়টা আর নিতে পারছি না। বিচ্ছেদের কার্যক্রম কীভাবে শুরু করা যায়, দেখি।”
এবারেও সমালোচিত হয়েছেন এই তরুণী। একজন তাকে আইনজীবীর পরামর্শ নিতে বলেছেন। আরেকজন লিখেছেন, “এ জন্যই ভেবেচিন্তে করতে হয়, সোফি।”
আবার একজন লিখেছেন, “নিজেই নিজেকে সহ্য করতে পারলেন না!”