আমি এখন পর্যন্ত ভার্জিন: শ্রাবন্তী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৪৮ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
টলিউডের ব্যাপক চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আবারও আলোচনায়। বিশ বছরের ক্যারিয়ারে বারবার শিরোনামে এসেছেন মিষ্টি মেয়ে শ্রাবন্তী। তবে ইদানীং একটু নেতিবাচক খবরেই বেশি দেখা যায় তাকে। নতুন করে টাইমলাইনে এসেছেন নিজেকে ভার্জিন দাবি করে।
সিনেমা আর অভিনয় ছাপিয়ে এখন প্রেম আর বিয়ে নিয়েই নেটিজেনদের মধ্যে শ্রাবন্তীকে নিয়ে চর্চা বেশি। আর সেই চর্চার আগুনে ঘি ঢেলেছেন শ্রাবন্তী নিজেই। নিজেকে সিঙ্গেল এবং ভার্জিন বলে দাবি করে বসলেন শ্রাবন্তী।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে- শ্রাবন্তীর কথায়, ‘আমি প্রপার সিঙ্গেল ও পিউর ভার্জিন। সাক্ষাৎকারে ব্যবহার করা অভিনেত্রীর এমন কথা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তামাশায় পরিণত হলেন। মানুষ যেন আকাশ থেকে পড়েছেন। অনেকেই তো বলতে শুরু করেছেন, যার একটি বিশোর্ধ্ব ছেলে আছে সে কিভাবে ভার্জিন হয়?
তিনটি বিবাহ বিচ্ছেদের পর চার নম্বর সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। এমন খবর ঘুরে বেড়ালেও তার সত্যতা মেলেনি। শ্রাবন্তীর মতো তার ছেলেও আছেন আলোচনায় গার্লফ্রেন্ড নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, আপনি কি চতুর্থ বারের মত বিয়ে করেছেন? তার জবাবে শ্রাবন্তী বলেন, ‘আমি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছি, পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। আমি এখন পর্যন্ত ভার্জিন, মনের দুঃখ কষ্ট কেও বোঝার চেষ্টা করে না।’