avertisements 2

এফডিসিতে এ কোন সাজে ঘুরে-বেড়াচ্ছেন সাকিব!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৫:০৩ পিএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

Text

আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও না খেলার ঘোষণা সাকিব আগেই দিয়েছেন। তাই বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটছে বিশ্বসেরা এই খেলোয়াড়ের। এ ফাঁকে সাকিব আল হাসান ভক্তদের সামনে নিজেকে হাজির করছেন নানা রূপে। কখনো নবাব, কখনো রাজা, কখনো বাদশাহরূপে হাজির হচ্ছেন তিনি। ছুটিতে থাকা সাকিব হঠাৎ করেই চমকে দিয়েছেন তার ভক্তদের। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। বাইশ গজ কিংবা মাঠের বাইরে সবসময়ই আলোচনায় থাকেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। আপাতত তার খেলার ব্যস্ততা নেই।

তবে, এবার যে রূপে সাকিব ভক্তদের সামনে হাজির হয়েছেন, সেটা একেবারেই ভিন্ন। সম্পূর্ণ নতুন লুকে। বোঝাই যাচ্ছে দক্ষ মেকআপম্যানের হাতে পড়েছেন। মাথায় ছাই রঙয়ের কোকড়ানো চুল, ঠোটের ওপর গোফ, মুখে ক্রুর হাসি। গলায় ঝুলানো আবার একটি রূপার চেইন। ছবিটা পোস্ট করে লোকেশন (অবস্থান) দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2