avertisements 2

নীরবতা ভাঙলেন শমী, জানালেন রেজা আমিনকে বিয়ের মূল কারণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৪৩ এএম, ১৫ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০২:২৯ পিএম, ৩ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

Text

প্রথম স্বামী ছিলেন চলচ্চিত্র নির্মাতা, দ্বিতীয় স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তৃতীয়বার শমী কায়সার যখন বিয়ের পিঁড়িতে বসলেন তখন জানা গেলো, তার স্বামী একজন ধনাঢ্য ব্যবসায়ী। আগে দু’বার সংসার ভাঙার পর প্রায় এক যুগের বিরতি কাটিয়ে তৃতীয়বার বিয়ে করলেন নব্বইয়ের দশকের অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী। তার এই বিয়ে নিয়ে শোবিজপাড়া সরগরম। সোস্যাল মিডিয়ায়ও নানা আলোচনা ও মন্তব্যের ঝড় উঠেছে।

ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন কিংবা কৌতুহল জাগতেই পারে- বয়সে অনেক বড় ব্যবসায়ী রেজা আমিন সুমনকে কেন বিয়ে করলেন শমী কায়সার? তাদের মধ্যে পরিচয় কিভাবে, কে কাকে প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিল, শুরুটা কিভাবে হয়েছিল, কেন তারা বিয়ের সিদ্ধান্ত নিলেন- এরকম অজস্র প্রশ্ন ও জিজ্ঞাসা ঘুরপাক খাচ্ছে শমীর বিয়ে নিয়ে।

অবশেষে শমী নিজেই নীরবতা ভাঙলেন। জানালেন তার তৃতীয় বিয়ের কারণ এবং রেজা আমিনের সঙ্গে সম্পর্কের সূত্রপাতের অজানা তথ্য।

নতুন জীবনে পা রাখা একসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই পরস্পরের ভালো বন্ধু। বন্ধুত্ব থেকেই পরিণয়। ভালো লাগা থেকেই ভালোবাসা এবং বিয়ে।’

শমী আরও বলেন, ‘একজন মানুষকে জীবনসঙ্গী করার জন্য সবচেয়ে যেটা জরুরি তা হলো পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও নির্ভরতার জায়গা। আমাদের মধ্যে সেটি প্রবল বলেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

রেজা আমিনকে বিয়ে করার খবর প্রকাশের পর থেকেই শমীর ফোন এক মুহূর্তের জন্য চুপ থাকছে না। শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষরা একের পর এক ফোন করে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন নবদম্পতিকে।

শমী বলেন, ‘এত ব্যবস্থার মধ্যে আমি কাউকেই আরাম করে মনের কথাগুলো বলতে পারছি না। ঘরভর্তি মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন। সবাইকে পেতে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের বিয়েতে সবাই যেভাবে তাতের আনন্দ প্রকাশ করছে তাতে নিজের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। সবার কাছে একটাই প্রত্যাশা, সেটি হলো দোয়া। যেন আমরা ভালো থাকি।’

পেশায় ব্যবসায়ী রেজা আমিন সুমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। সেখানে একটি অভিজাত মুসলিম পরিবারে জন্ম তার। বর্তমানে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থাকলেও কর্মজীবনে তিনি র‌্যাংগস গ্রুপে চাকরি করেছেন। পরে নিজে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। মূলত ব্যবসায়িক সূত্রেই শমীর সঙ্গে সুমনের পরিচয়, সম্পর্ক গড়ে উঠে।

শমী যেমন এর আগেও দুটি বিয়ে করেছেন, রেজা আমিনেরও এটি দ্বিতীয় বিয়ে। সম্প্রতি প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। ২২ বছরের সংসার জীবনে তাদের কোনও সন্তান ছিল না। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরই জীবনপথের সঙ্গী হিসেবে শমীকে বেছে নেন রেজা আমিন।

শমীর স্বামী সুমন প্রচণ্ড ফুটবলপাগল একজন মানুষ। ব্যবসার কাজের শত ব্যস্ততার মাঝেও তিনি ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবল খেলা মিস করেন না। অন্তত নিয়মিত ফুটবল দুনিয়ার খোঁজখবর রাখেন। প্রিয় ক্লাব বার্সেলোনা। প্রিয় তারকা লিওনেল মেসি। এমনকি বার্সেলোনার নিজস্ব স্টেডিয়াম ক্যাম্প ন্যুতে গিয়েও সরাসরি মেসির খেলা দেখে এসেছেন সুমন।

ফুটবল ছাড়াও ফটোগ্রাফিতে শখ আছে শমীর বর্তমান স্বামীর। তিনি একজন ভ্রমণপিপাসুও বটে। সুযোগ পেলেই সবুজ অরণ্য, জল-বন-পাখি-প্রাণীদের ছবি তুলতে বেরিয়ে পড়েন দেশে-বিদেশে।

২৭ সেপ্টেম্বর বিয়ে হলেও গেল ৯ অক্টোবর ছিল শমী ও রেজার রিসেপশন। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বর-কনে ছাড়া দুই পরিবারের সদস্য, কাছের আত্মীয় ও বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রেজা আমিনের এটি দ্বিতীয় বিয়ে হলেও শমীর এটি তৃতীয় বিয়ে। ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। দুই বছর পর তাদের সংসারে ভাঙন ধরে। এরপর ২০০৮ সালের ২৪ জুলাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন শমী কায়সার। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

৯০-এর দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও সাবেক সাংসদ পান্না কায়সারের কন্যা। শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি।

ব্রেকিংনিউজ

বিষয়: বিয়ে
avertisements 2