avertisements 2

হাতিরঝিলে নতুন সংসার শুরু করলেন অপু বিশ্বাস, চাইলেন দোয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:২৪ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শ’ককে উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। মাঝে নিজের ব্য’ক্তিগত জীবন নিয়ে অনেক স’মালোচ’নাও হলেও আবারো মন দিয়েছেন কাজে। এবার তিনি রাজধানীর হাতিঝিলে নিজের সংসার শুরু করলেন।

তবে বাস্তবে নয় বরং ক্যামেরার সামনে। হাতিরঝিলে প্রিয়াংকা শু’টিং স্প’টে ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকসের বি’জ্ঞাপ’নের কাজ করছেন অপু বিশ্বাস। এটি নির্মাণ করছেন হেদায়েত উল্লাহ তুর্কী। অপু বিশ্বাস ছাড়াও এতে আরো মডেল হয়েছেন হেদায়েত উল্লাহ তুর্কী, রফিক মিন্টু, এরশাদ মন্ডল। ওভিসির গল্পের প্রয়োজনে এ হাউজে সংসার করতে হচ্ছে তাকে।

নতুন বি’জ্ঞাপনটি নিয়ে অপু বলেন, সিনেমার পাশাপাশি ভালো বি’জ্ঞাপনের অফার পেলে করি। এখন যে বিজ্ঞা’পনে কাজ করছি তার মধ্যে দারুণ একটি পারিবারিক গল্প রয়েছে। অপু বিশ্বাস ওয়ালমার্টের শুভেচ্ছাদূত। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সম্প্রতি এই প্রতিষ্ঠানের সঙ্গে যু’ক্ত হয়েছি। সুলভ মূল্য এ প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। আমি পাঁচ বছরের জন্য চুক্তিব’দ্ধ হয়েছি।

আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পা’নির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যর সুনাম ছড়িয়ে পড়ুক। আমার শুভাকা’ঙ্ক্ষীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন। হেদায়েত উল্লাহ তুর্কী নাটক নির্মাণ ও অভিনয় করলেও এবারই প্রথমবার বি’জ্ঞাপন নির্মাণ করছেন। তার সহযোগী নির্মাতা হিসেবে কাজ করছেন পরিচালক স্বপন বিশ্বাস। হেদায়েত উল্লাহ তুর্কীর বলেন, ওয়ালমার্ট ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিকস এর জন্য অনেকগুলো বিজ্ঞা’পন নির্মাণ করবেন যাতে ওয়ালমার্ট ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিকস এর সকল পণ্য সারা বিশ্বে সুনামের সাথে পরিচিত হবে।’

সম্প্রতি অপু বিশ্বাস ‘ঈষা খা’ সিনেমার শু’টিং শেষ করেছেন। তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপে’ক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এ ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর ম’ণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির অপে’ক্ষায় রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2