ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে গান গেয়ে কুলফি বিক্রি করছেন?
ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে গান গেয়ে কুলফি বিক্রি করছেন?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:০৫ এএম, ৯ আগস্ট,শনিবার,২০২৫

এমন ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে হার্ট ফেল হওয়ার অবস্থা। পাকিস্তান শহরে কুলফি বিক্রি করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ভিডিও দেখে থমকে যাওয়ার মতোই অবস্থা।
সাবেক মার্কিন রাষ্ট্রপতির মতোই একজনকে দেখা গেল গান গেয়ে গেয়ে কুলফি বিক্রি করতে। ইংরেজিতে যাকে বলে- doppelganger। সোশাল মিডিয়ায় ঝড় তুলে দেয়া ওই ভিডিওতে দেখা গেছে যে বিলিয়নিয়ার ওই রাজনীতিবিদের সাথে কুলফি বিক্রেতার হুবহু মিল। এমন আকর্ষণীয় সাদৃশ্য সচরাচর দেখা যায় না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে কুর্তা পায়জামা পরা মধ্যবয়সী ব্যক্তি (গায়ের রঙ দেখে বোঝা যাচ্ছে হয়ত শ্বেতি রোগে ভুগছেন) মাথায় সোনালি রঙা চুল। ট্রাম্পের মতোই শারীরিক গড়ন, গান গেয়ে গেয়ে কুলফি বিক্রি করে চলেছেন।
সোশাল মিডিয়ায় পাকিস্তানের গায়ক-গীতিকার শেহজাদ এই ভিডিও শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস