avertisements 2

থার্টিফার্স্ট উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করলেন নওশাবা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জানুয়ারী, বুধবার,২০২৫ | আপডেট: ০২:০০ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫

Text

নতুন বছরকে স্বাগত জানাতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফোটানো আর ফানুস ওড়ানো যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। 

পটকা ফুটিয়ে ইংরেজি নববর্ষ উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।  থার্টিফার্স্ট নাইট বর্জনের আহ্বান জানিয়ে বিপন্ন পাখিদের পক্ষে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। 

নওশাবা বলেন, ‘২০২৪-এ আমাদের সবচেয়ে ভয়াবহ এক অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার থেকে গুলিতে নিরপরাধ শিশুর প্রাণ হারানো। কখনো কি ভেবে দেখেছেন, আমাদের উল্লাসে আকাশে ছুঁড়ে দেওয়া আতশবাজির জ্বলন্ত টুকরোতে পাখিদের ছোট্ট শরীর পুড়ে যায় একইভাবেই। আমাদের উৎসবের শব্দে আতঙ্কে তাদের জীবনের আলো নিভে যায়! অথচ এই পৃথিবী তো শুধু আমাদের নয়, তাদেরও। ছোট্ট শিশু উমায়ের প্রাণ হারিয়েছিল এই বর্ষবরণের আতশবাজির ভয়াবহ শব্দে।’

কাজী নওশাবা আহমেদ আরও বলেন, ‘আমাদের এবারের বর্ষবরণ আগ্রাসী না হোক, চলুন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আপনার বাসার অসুস্থ বুড়ো বাবা-মা এবং শিশুদের কথা ভেবে, রাস্তার অসহায় পথপ্রাণী আর পাখিদের কথা ভেবে এবারের বর্ষবরণ হোক আতশবাজি মুক্ত। ২০২৫ হোক মঙ্গলময় পরিবর্তনের বছর। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।’

বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সরের সদ্যগঠিত বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এ ছাড়াও তীরন্দাজ রেপার্টরি থিয়েটারের ‘কণ্ঠনালীতে সূর্য’নাটকে কাজ করছেন তিনি। নুহাশ হুমায়ুনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর নতুন পর্ব ‘অন্তরা’য় পাওয়া যাবে তাকে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2