avertisements 2

ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে কাজ হারালেন মিয়া খলিফা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ অক্টোবর, বুধবার,২০২৩ | আপডেট: ১১:৫৭ এএম, ৮ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

মিয়া খলিফা ছবি: সংগৃহীত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য দীর্ঘদিন ধরে দেশটির স্বাধীনতাকামীদের সঙ্গে নিয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সশস্ত্র ইসলামী গোষ্ঠী হামাস। 

সংগঠনটি গত শনিবার হঠাৎ করেই ইসরাইলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে। তাদের আক্রমণে নিহত হয় অসংখ্য ইসরাইলি। ইসরাইল সরকারও প্রতিশোধ নিতে গাজায় হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে। 

এ হত্যাযজ্ঞ চলমান। এ পরিস্থিতিতে বিশ্বের বিনোদন মিডিয়ার বিভিন্ন অঙ্গনের তারকারা নিজেদের পছন্দের পক্ষকে সমর্থন করে বিবৃতি দিচ্ছেন। কেউ ইসরাইলের পক্ষে, আবার কেউবা ফিলিস্তিনের পক্ষে। 

ফিলিস্তিনের পক্ষে ঠিক এমন সমর্থন জানানোর কারণে কাজ হারিয়েছেন সাবেক পর্নো তারকা মিয়া খলিফা। পর্নো জগত ছেড়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। 

ইসরাইলের অভ্যন্তরে হামাসের অভিযানকে তিনি স্বাগত জানিয়ে ফিলিস্তিনকে সমর্থন করায় তার গুরুত্বপূর্ণ একটি বিজনেস ডিল হাতছাড়া হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। 

রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে মিয়া খলিফার একটি চুক্তি হওয়ার কথা ছিল কোনো ব্যবসা নিয়ে; কিন্তু ফিলিস্তিনের পক্ষে এক্সে (সাবেক টুইটার) লাগাতার টুইট করার কারণে এ বিজনেস ডিল বাতিল করেছেন টড। 
এক্সে মিয়া লিখেছেন- ‘ফিলিস্তিনের অবস্থা দেখেও যদি তাদের সমর্থন না করেন তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন। আর ইতিহাস এটা ঠিক প্রমাণ করে দেবে।’ 

তিনি আরও একটি টুইটে লিখেছেন- ‘কেউ প্লিজ ফিলিস্তিনের বিপ্লবীদের বলুন তাদের ফোন ঘুরিয়ে হরিজন্টালভাবে ভিডিও রেকর্ড করতে।’ 

জবাবে টড টুইট করেন- ‘কী ভয়ঙ্কর একটা টুইট মিয়া খালিফা। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হলো। জাস্ট অসহ্য একেবারে।’ জবাবে মিয়াও লিখেছেন- ‘আমার কাছে তাদের অত্যাচারের ভিডিও আছে। কেউ যেন চাপ না নেয়।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2