avertisements 2

মেয়ের গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন শাহরুখ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ মে,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৪:৪০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

শাহরুখ খানের মেয়ে বলে কথা। যার প্রতিটা ক্ষেত্রেই বিশেষ ছাপ থাকে সামাজিক মাধ্যমে। তাই বলে ট্রলিংয়ের হাত থেকে তার রক্ষা নেই। কখনও কটাক্ষ, কখনও আবার ট্রলের শিকার হতে হচ্ছে তাকে। অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল এই তারকা। সুহানা খান বরাবরই লাইম লাইট থেকে দূরে থাকতে পছন্দ করতেন। খুব একটা ব্যক্তিগত জীবন সকলের সামনে আনেন না। তবে শাহরুখ এবার ভাইরাল করলেন এক গোপন ভিডিও। সুহানা খান স্কেট করছেন। সেই ভিডিও শেয়ার করে মেয়ের ২৩তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন। লিখলেন, আজ আনন্দের দিন।

সুহানার প্রেম কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কাপুরদের ক্রিসমাসের লাঞ্চে অংশ নিতে হাতে হাত ধরে গিয়েছিলেন সুহানা-অগস্থ্য। আর তাতেই নেটিজেনদের মনে হতে শুরু করেছে এই দুই স্টার-কিড প্রেম করছেন একে-অপরের সঙ্গে। ছবির পোস্ট প্রোডাকশনের পরই মুক্তি পাবে ‘দ্য আর্চিজ’। তার আগেই এই খবর ভেসে এসেছে বলি-বাতাসে। নিন্দুকদের অনুমান, এতে ছবির প্রতি আগ্রহ তৈরি হবে বাড়তি। তাতে তুলনায় বেশি দর্শক ছবির প্রতি আকৃষ্ট হবেন।

এখানেই শেষ নয়, জানেন কি কিং খান শাহরুখের একমাত্র মেয়ে সুহানাও এক ভারতীয় ক্রিকেটারে প্রেম একদা হাবুডুবু খেয়েছিলেন। ভারতীয় ক্রিকেট টিমের ডান হাতি ওপেনার। সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও অভিষেক হয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? তিনি শুভমন গিল। ভারতীয় ক্রিকেট টিমের এই সদস্যের সঙ্গে বর্তমানে নাম জড়িয়েছে সারা আলি খানের। এর আগে রটেছিল তিনি নাকি সচিনকন্যা সারা টেন্ডুলকরের সঙ্গে সম্পর্কে আছেন। তবে সুহানার জীবনে এখন কে, তা নিয়ে ধোঁয়াশা বর্তমান। কারণ একটাই, সুহানা খান নিজেকে বর্তমানে বেশ কিছুটা গুটিয়ে নিয়েছেন। তাকে পার্টি মুডে সেভাবে আর দেখা যাচ্ছে না। ক্যারিয়ার নিয়ে বড্ড ব্যস্ত এখন সুহানা খান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2