avertisements 2

মুসলিমের কাছে ধর্মই তার সংস্কৃতি

রফিক রূমান
প্রকাশ: ১১:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ১০:৪১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ধর্ম এবং সংস্কৃতিকে আলাদা করতে চাইছেন কেউ কেউ। ব্যাপারটা মোটেই সেরকম না। অন্তত ইসলাম ধর্মের ক্ষেত্রে। একজন সত্যিকারের মুসলিমের কাছে ধর্মই তার সংস্কৃতি। নিজস্ব বা দেশীয় সংষ্কৃতির যে কথাগুলো বলা হয়, তার ততোটুকুই সে নিবে, যতোটুকু ধর্মীয় চেতনার সঙ্গে সাংঘর্ষিক নয়। অর্থাৎ সংস্কৃতিকে ধর্ম বা ধর্মীয় চেতনার বাইরের বিষয় ভাবতে গেলেই বিপত্তি তৈরি হয়। এই বিপত্তিতেই আক্রান্ত হয়েছে মনোবৈকল্যের শিকার কিছু আধুনিক মুসলিম বুদ্ধিজীবি। 


রাজনীতি, অর্থনীতিসহ নানা নীতিতে সুবিধাবাদী ভারসাম্য বজায় রেখে চলায় অভ্যস্ত এসব স্বঘোষিত সুযোগসন্ধানীরা ধর্মেও ভারসাম্য আনতে চায়। এদের থেকে সাবধান!

বিষয়: মুসলিম
avertisements 2