মহানবীর (স) কার্টুন প্রচার, নিন্দায় অভূতপূর্ব ঐক্য মুসলিম বিশ্বে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৪ পিএম, ২৯ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৩:৪০ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ফ্রান্সের বেশ কয়েকটি সরকারি ভবনে রাসূল (সাঃ) এর ক্যারিকেচারের প্রদর্শনীতে মুসলমানরা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রিয় নবীজীর অপমানের কারণে বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। সময়ের সাথে সাথে বিভিন্ন বিষয় নিয়ে মুসলিম দেশ ও সম্প্রদায়ের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে, তবে সকলেই ফ্রান্সের সাম্প্রতিক মুসলমানদের সাথে চলা আচরণের বিরুদ্ধে কথা বলেছেন।
গত শুক্রবার ফ্রান্সের বেশ কয়েকটি সরকারী ভবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরিকার চিত্র প্রদর্শিত হয়েছিল। এই মাসের শুরুতে ফরাসী রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রোঁ ইসলামকে একটি “সমালোচনামূলক ধর্ম” হিসাবে বর্ণনা করেছিলেন।
দেশটির আচরণ মুসলমানদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। কুয়েত, কাতার, মিশর, আলজেরিয়া, জর্ডান, সৌদি আরব, তুরস্ক এমনকি ইউরোপীয় দেশ যুক্তরাজ্যও ম্যাক্রোনকে সমালোচনা করেছে।
গত কয়েক দিন ধরে, সোশ্যাল মিডিয়ায় একটি বিশাল ফরাসি বিরোধী এবং ম্যাক্রো বিরোধী প্রচারণা চলছে। ফরাসি পণ্য বয়কট করার আহ্বান ভাইরাল। অনেক দেশে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে। মুসলিম দেশগুলির নেতারাও মুখ খুললেন।
রবিবার তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোগান ফরাসী রাষ্ট্রপতিকে “মানসিক ভারসাম্যহীন” বলেছেন। তিনি ফরাসি সমস্ত পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রক ফ্রান্সে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে নবী মুহাম্মদ (সা।) – এর কার্টুন প্রদর্শন এবং তাঁর মুসলিম বিরোধী অবস্থানের বিষয়ে তলব করেছেন।
প্রতিবাদ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ফরাসী রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করে বলেছেন, মুসলমানদের অবমাননা করা বাকস্বাধীনতার সুযোগসুষ্টিক অপব্যবহার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকও ম্যাক্রনের এই মন্তব্যের প্রতিবাদে সোমবার ইসলামাবাদে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছিল।
ফেসবুকের চিফ এক্সিকিউটিভ জুকারবার্গের কাছে লেখা চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ইসলামবিরোধী সব পোস্টে নিষেধাজ্ঞার দাবি করেছিলেন। দেশটি জাতিসংঘকেও ইসলামের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
নিন্দার প্রতিবাদে রবিবার যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় বিক্ষোভ শুরু হয়। এদিকে, বিক্ষোভকারীরা ফরাসি রাষ্ট্রপতির একটি ছবি পুড়িয়েছেন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এই বিক্ষোভ হয়েছে। সেখানে প্রতিবাদকারীরা ফরাসি পতাকা এবং ম্যাক্রোর ছবিতে আগুন ধরিয়ে দেয়।
ইস্রায়েলি নিপীড়নের শিকার ফিলিস্তিনকেও এই বিক্ষোভ থেকে বাদ দেওয়া হয়নি। ফিলিস্তিনিরা গাজা উপত্যকায় ফরাসী রাষ্ট্রপতির ছবি পুড়িয়ে ইসলামের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এছাড়াও, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ম্যাক্রোর ইসলাম বিরোধী মন্তব্যের প্রতিবাদ করেছিল।
লেবাননের হিজবুল্লাহ একজন মুসলিম নবীকে “ইচ্ছাকৃত অপমান” এর নিন্দা করেছেন।
ইরাকে রাবা আল্লাহ নামে একটি দল এক বিবৃতিতে বলেছে যে ফ্রান্সের এই পদক্ষেপগুলি সারা বিশ্বের দেড় কোটি মুসলমানকে অপমান করেছে। দলটি সতর্ক করে দিয়েছে যে তার সদস্যরা প্রয়োজনের ক্ষেত্রে যে কোনও সময় যে কোনও সময় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
মরোক্কোর পররাষ্ট্র মন্ত্রক নবী মুহাম্মদ সা। এর ক্যারিকেচার প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছেন।
জর্দানের ইসলামিক বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আল-খাল্লেহ বলেছেন যে নবীকে অপমান করা ব্যক্তি স্বাধীনতার বিষয় নয়, সহিংসতা প্ররোচিত করা অপরাধ।
মঙ্গলবার নবী মুহাম্মদের জন্মস্থান সৌদি আরব এর প্রতিবাদ করেছিল। দেশটি মহানবী (সা।) – এর ক্যারিকেচার প্রদর্শন এবং ইসলামকে সন্ত্রাসবাদের সাথে সংযুক্ত করার প্রয়াসের তীব্র নিন্দা জানিয়েছে।
ফরাসী রাষ্ট্রপতি ইমমানুয়েল ম্যাক্রনকেও তার নিজের দেশে সমালোচনা করা হচ্ছে। “ম্যাক্রন পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে,” বামপন্থী আনবাউন্ড ফ্রান্স দলের প্রধান এবং সংসদ সদস্য জিন লুস মেলেন্স বলেছেন। এরদোগানের এই বক্তব্য ফ্রান্সকে অপমান করেছে, অপমান করেছে এবং উপহাস করেছে। ম্যাক্রনের পরিকল্পনা কী? তিনি টুইট করার পাশাপাশি আর কী করার পরিকল্পনা করছেন? ‘
তবে ফরাসী রাষ্ট্রপতি ইউরোপীয় সম্প্রদায়ের প্রচুর সমর্থক পাচ্ছেন।
রবিবার ইইউর পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল বলেছিলেন এরদোগানের মন্তব্য মেনে নেওয়া যায় না। তিনি এই “সংঘাতের বিপজ্জনক প্যাচ” বন্ধ করার তুরস্ককে আহ্বান জানিয়েছেন।
সমালোচনার মাঝে গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসও ম্যাক্রনের পক্ষে ছিলেন। গত রবিবার তিনি বলেছিলেন যে ফ্রান্সকে লক্ষ্য করে তুর্কি নেতৃত্বের বক্তব্য অগ্রহণযোগ্য। এগুলি ধর্মীয় বিদ্বেষ বাড়িয়ে দেবে বলে তিনি মন্তব্য করেছেন। সূত্র: আল জাজিরা