গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে মিজানুর রহমান আজহারীর আবেগঘন স্ট্যাটাস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০০ এএম, ২২ নভেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ১১:০৮ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীরসাহেব গোলাম সারোয়ার সাঈদী (৫২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার (২১ নভেম্বর) ভোররাতে মারা যান তিনি। তার মৃত্যুতে নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারী। তার স্ট্যাটাসটি বিডি২৪লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-
‘প্রিয় নানাভাই অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদি (পীরসাহেব আড়াইবাড়ী দরবার) আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাঁর দ্বীনের খাদেমকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। আমিন। একই মঞ্চে নানা নাতিকে আর হয়তো কোনদিন একসাথে দেখা যাবে না। বিদায় নানা ভাই। আমরাও আসছি, পরের কোন এক ফ্লাইটে। ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে। এভাবেই প্রিয়জনদের বিদায়গুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চিরসত্যকে আর এই বলে স্মরণ করিয়ে দিয়ে যায় — প্রস্তুত তো?’