সদরঘাট থেকে মিরপুর যেতে খরচ ৩ হাজার টাকা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০২:৫৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাজধানীর মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মিলন হোসেন। পেশায় কাপড় ব্যবসায়ী। ঈদের চারদিন আগে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যান গ্রামের বাড়ি চাঁদপুরে। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার উদ্দেশে লঞ্চে উঠেন। শুক্রবার সকাল ৮টায় সদরঘাট পৌঁছান। লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় সেখান থেকে কয়েক ধাপে মিরপুরে পৌঁছান। আর এতে তার খরচ হয়েছে ৩ হাজার টাকার মতো।
বেলা ১১টায় এ প্রতিবেদকের সঙ্গে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে কথা হয় মিলন হোসেনের। এ সময় তিনি (মিলন) লাগেজ টেনে রাস্তা পার হচ্ছিলেন। এ কাজে তার ১০ বছরের মেয়ে তাকে সাহায্য করছিলেন।
মিলন জানান, সকাল ৮টায় সদরঘাটে লঞ্চ থামে। সেখান থেকে তার পরিবারের চার সদস্য মিলে দুটি রিকশা নিয়ে প্রথমে সদরঘাট কোর্টকাচারি আসেন। সেখান থেকে রাস্তা ভেঙে ভেঙে পাঁচটি ধাপে মিরপুর পৌঁছান। তিনি জানান, গণপরিবহণ বন্ধ থাকায় প্রত্যেকবার ভাড়া লেগেছে তিনগুন কিংবা চারগুন।
মিলন আরও জানান, আড়াই ঘণ্টার ব্যবধানে মিরপুর ১০ নম্বর পৌঁছানোর পর দেখেন তার পকেট ফাঁকা। তাই লাগেজ টেনে মিরপুর ১০ নম্বর থেকে পায়ে হেঁটে ১১ নম্বরে যাচ্ছেন।